বাংলা নিউজ > ময়দান > হর্ষিতা-নীলাক্ষ্মীর অপরাজিত ১০৪ রানের জুটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা

হর্ষিতা-নীলাক্ষ্মীর অপরাজিত ১০৪ রানের জুটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা

হর্ষিতা সামারাবিক্রমা এবং নীলাক্ষ্মী ডি সিলভা (ছবি:আইসিসি)

অল্প রানের পুঁজি নিয়েও মারুফা আক্তারের বোলিং তোপে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। ডানহাতি টাইগ্রেস পেসারের শুরুর তোপ সামলে ওপেনার হর্ষিতা সামারাবিক্রমা এবং নীলাক্ষ্মী ডি সিলভা ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন দারুণ জয়। ৭ উইকেটের হারে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম টাইগ্রেস।

রবিবার রাতে কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নামা লাল-সবুজের দল ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায়। জবাবে শ্রীলঙ্কা ১০ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হর্ষিতা ৫০ বলে ৮ চার এবং এক ছক্কায় ৬৯, নীলাক্ষ্মী ৩৮ বলে ২ চারে ৪১ রানে অপরাজিত থাকেন। ১৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ১৫ রান করে মিডঅনে লতা মন্ডলের সহজ ক্যাচ হন।

ষষ্ঠ ওভারে পরপর দুই বলে উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মারুফা। এক রান করা ভিশমি গুনারাত্নের ফিরতি ক্যাচ নেওয়ার পর রানের খাতা না খোলা অনুষ্কা সঞ্জিবনীকে দারুণ এক বলে করেন বোল্ড। ব্যাটিং ধসে পড়া শ্রীলঙ্কা ২৫ রানে হারায় ৩ উইকেট।

আরও পড়ুন… কাজে এল না হাসারাঙ্গার দুরন্ত ইনিংস, ক্রিস লিনের ৭২-এ ভেসে গেল ডেজার্ট ভাইপারস, ILT20 চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস

শেষ ১০ ওভারে লঙ্কার মেয়েদের জয়ের জন্য দরকার ছিল ৭৮ রান। চতুর্থ উইকেট জুটি বাংলাদেশের জন্য বাড়ায় শঙ্কা। নাহিদার করা ১৫তম ওভারের শেষ বলে ম্যাচসেরা হর্ষিতাকে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন জ্যোতি। পরের ওভারে হর্ষিতা ফিফটি তুলে নেন। ঋতুমনি ১৬তম ওভারে খরচ করেন ১৭ রান। সেখান থেকে টিম টাইগ্রেসের হাত ফসকে ম্যাচ বের হতে শুরু করে।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামা লাল-সবুজের দল শামিমা সুলতানার দুই বাউন্ডারিতে প্রথম ওভারে তুলেছিল ৮ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। রানাসিংহের বল মুর্শিদা খাতুনের ব্যাটের কানায় লেগে শর্ট ফাইন লেগে যায়। অলসভাবে দৌড়ানোর খেসারত দেন মুর্শিদা। লঙ্কান রানাবিরার সরাসরি থ্রোতে হন রানআউট। খুলতে পারেননি রানের খাতা।

আরও পড়ুন… ওরা তো প্লেন থেকেও রাফ প্যাচ দেখতে পায়- নাগপুরের পিচ নিয়ে রবীন্দ্র জাদেজা

শুরুতে উইকেট হারালেও চাপে পড়তে দেননি শামিমা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন। তৃতীয় ওভারে সুগন্ধিকা কুমারীর বলে টানা তিন চার মারেন। পয়েন্ট অঞ্চল দিয়ে মারা চারগুলো ছিল দর্শনীয়। বড় ইনিংস খেলার সম্ভাবনা অবশ্য নিজেই শেষ করেন শামিমা। রানাসিংহের করা অফস্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন। তার আগে ১৩ বলে ৪ চারে করে যান ২০ রান।

ব্যাটিং পাওয়ার প্লেতে ৬ ওভারে ২ উইকেট হারালেও ৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩২ বলে ৫ চারে ২৯ রান করা মোস্তারিকে বোল্ড করে জুটি ভাঙেন চামিরা আতাপাত্তু।

৭ থেকে ১৫ ওভারের মধ্যে ১ উইকেটের বেশি না হারালেও ৪৬ রানের বেশি তুলতে পারেনি জ্যোতির দল। কমে যায় রানের গতি। ১৬তম ওভারে রানাসিংহের বলে ক্যাচ দিয়ে ফেরেন টাইগ্রেস অধিনায়ক। ৩৪ বলে করে যান ২৮ রান। একই ওভারে লতা মন্ডল ১১ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফিরলে বিপদ বাড়ে।

পরের ওভারে হাস্যকরভাবে রানআউট হন ঋতুমনি, ২ রান করে। বল ঠেলেই দৌড় দিয়েছিলেন, কিন্তু বল একদিকে ফিল্ডারের হাতে, আর তিনি অন্যমনস্ক হয়ে ভিন্ন দিকে তাকিয়ে দৌড়ান। তখন কুমারীর সরাসরি থ্রোতে ক্রিজ ছাড়েন।

এরপর চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। দিলহরির হাতে মিড উইকেটে ধরা পড়েন ৫ রান করা স্বর্ণা আক্তার। ৮ রানে আউট হন নাহিদা আক্তার। ইনিংসের শেষ বলের আগের ৮৪ বলে বাংলাদেশ কোনো বাউন্ডারি মারতে পারেনি। শেষ বলে বাউন্ডারি হলেও বাই-য়ের সংকেত দেন আম্পায়ার। রানের ধীরগতিতে ১২৬-এর বেশি ওঠেনি। শ্রীলঙ্কার পক্ষে রানাসিংহে তিনটি, আতাপাত্তু দুটি এবং রানাবিরা নেন একটি উইকেট।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভয়াবহ বিস্ফোরণ কল্যাণীর বাজি কারখানায়, মৃত কমপক্ষে ৩, উদ্ধার ঝলসানো দেহ অসমে ঘাঁটি গেড়ে বাসিন্দাদের ধর্মান্তর করাচ্ছিলেন, কানাডার নাগরিককে তাড়াল ভারত 'আমার মা হিন্দু...', গো-মাংস ছোঁন না সলমন, হিন্দুধর্মের প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা সন্তান ও কেরিয়ারের মধ্যে একটি বেছে নেওয়ার দিন শেষ, জানুন মাতৃত্বকালীন ছুটির নিয়ম 'বাথরুমেও শিকল…', আমেরিকা থেকে সন্তানকে নিয়ে যেভাবে ফিরেছেন অবৈধবাসী লাভপ্রীত ভালোবাসা ফুটে উঠুক গোলাপের মতো, রোজ ডে’তে সঙ্গীকে বানিয়ে খাওয়ান এই ‘গোলাপ কেক’ ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বুমরাহ? উত্তর মিলতে পারে ২৪ ঘন্টার মধ্যেই! ডেটে যাওয়ার আগে কী কী মাথায় রাখবেন? প্রেম বাড়ানোর জন্য রইল টিপস সঙ্গীকে আবেগে ভরান, গোলাপ দিবসে বলে ফেলুন কয়েক প্রেমের কথা 'সুস্মিতার প্রেমিক' তকমায় পরিচিত হতে বিরক্ত হতেন? কী বললেন রোমান?

IPL 2025 News in Bangla

ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.