শুভব্রত মুখার্জি: নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ভারত জিতে নিয়েছে ১৩২ রানের বড় ব্যবধানে। মাত্র তৃতীয় দিনেই শেষ হয়ে গিয়েছিল প্রথম টেস্ট। নাগপুরে ভারতীয় দল ৪০০ রান করলেও অজিরা দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হতে হয়। নাগপুরের পিচ নিয়ে এরপর বিভিন্ন মহল থেকে বিশেষ করে অস্ট্রেলিয়ার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের তরফে কঠোর সমালোচনা করা হয়। আর প্রথম টেস্ট শেষে সেই সমালোচকদের কার্যত একহাত নিলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সমালোচকদের কটাক্ষ করে জাদেজার বক্তব্য, ‘হ্যা ওঁরা তো পিচে রাফ প্যাচ (খারাপ জায়গা) প্লেনের ভিতর থেকে বসেও দেখতে পায়।’
আরও পড়ুন… SA20 Champion 2023: রসিংটন-মারউইর দুরন্ত পারফরমেন্স, ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন সানরাইজার্স
প্রসঙ্গত নাগপুরে প্রথম টেস্টে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা। বল হাতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন দুটি উইকেট। ব্যাট হাতে করেছেন গুরুত্বপূর্ণ ৭০ রান। আর সেই কারণেই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাশাপাশি অজি মিডিয়াও নাগপুরের পিচ নিয়ে হাত ধুয়ে নেমে পড়ে। তাদের বক্তব্য ছিল একেবারে স্পিন পিচ তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে জাদেজাকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল ম্যাচের আগে থেকেই পিচকে নিয়ে এই যে এত কথাবার্তা তাতে তাঁর কি মতামত?
আরও পড়ুন… T20I তে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রানের নজির গড়েও পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হার
ম্যাচ শেষে এই বিষয়ে স্টার স্পোর্টসকে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, ‘ওঁরা তো প্লেন থেকেই পিচে রাফ প্যাচ দেখতে পাচ্ছিল। ওরা একটা আবহাওয়া তৈরি করে দিয়েছিল যে পিচে বল প্রচন্ড স্পিন করবে। তবে বল সেই ভাবে স্পিন একেবারেই করেনি। ওঁরা তো সোজা সোজা বলেই আউট হয়ে গেছে। আমরাও বেশ কিছু সোজা বলে এলবিডব্লিউ আউট হয়েছি। ভারতে পিচ তো স্পিন সহায়ক হবেই। আমরা তো আমাদের শক্তি মাথায় রেখেই খেলব নাকি! আমাদের পেসাররাও খুব ভালো। তবে ভারতে স্পিনাররাই বেশি ম্যাচ জেতায় এটাও ঠিক। তাহলে কেন আমরা নিজেদের শক্তি মাথায় রেখে খেলতে নামব না।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।