শুভব্রত মুখার্জি: ভারতের ইতিহাসে অন্যতম সেরা প্যাডলার মনিকা বাত্রা। সম্প্রতি পেরু থেকে এক টু্র্নামেন্ট খেলে দেশে ফিরছিলেন তিনি। আর সেখানেই এক বাজে ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। খোয়া যায় তাঁর বিবিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তাঁর ব্যাগটি এয়ারলাইন্সের তরফে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। যে ব্যাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিল বলে জানান মনিকা। বাধ্য হয়েই ভারত সরকারের দ্বারস্থ হন তিনি। তারপরই নিজের ব্যাগ ফিরে পান মনিকা। দ্রুত পদক্ষেপের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত পেরুর লিমা থেকে নেদারল্যান্ডলের এয়ারলাইন্স সংস্থা কেএলএমের বিমানে করে দেশে ফিরছিলেন তিনি। সেইসময় ঘটে যায় এই 'দুর্ঘটনা'। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দ্বারস্থ হন। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৩৫ নম্বরে রয়েছেন ভারতীয় প্যাডলার মনিকা বাত্রা। তিনি বিজনেস ক্লাসে সফর করছিলেন। তাঁর ব্যাগেজে প্রায়োরিটি ট্যাগও লাগানো হয়েছিল বিমান সংস্থার তরফে। তারপরও তাঁর ব্যাগপত্র কীভাবে হারিয়ে গেল, তা বুঝে উঠতে পারছিলেন না মনিকা।
নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি লেখেন, 'অবিশ্বাস্য! আমি অত্যন্ত হতাশ কেএলএম। প্রায়োরিটি ট্যাগ দেওয়া ব্যাগ, তার উপরে বিজনেস ক্লাসে সফর করার পরেও কীভাবে ব্যাগ হারিয়ে গেল! আসন্ন এক টু্র্নামেন্টের জন্য আমার গুরুত্বপূর্ণ খেলার সরঞ্জাম ছিল। তাও হারিয়ে গিয়েছে। এয়ারপোর্টে যাঁরা কর্মী ছিলেন, তাঁদের কাছে এর কোনও উত্তর ছিল না। তাঁরা আমায় কোনও সাহায্য করতে পারেনি। তাঁদের কাছে কোনও ধারণাই ছিল না। আমার ব্যাগ কোথায় আছে, তাঁরা কিছুই বলতে পারেনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্যার, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন।' তারপরই তড়িঘড়ি পদক্ষেপ করে কেন্দ্র। ব্যাগ পাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান মনিকা।
ডব্লুটিটি কনটেন্ডার প্রতিযোগিতায় লিমাতে খেলতে গিয়েছিলেন মনিকা। তিনি লিমা থেকে নেদারল্যান্ডস হয়ে ভারতে ফিরছিলেন। টু্র্নামেন্টের শেষ ৩২-তে পৌঁছেছিলেন মনিকা। জাপানের মিউ হিরানোর কাছে ১১-৩,১১-৭,১০-১২,৬-১১,৯-১১ ফলে হেরে যান। এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে জি সাথিয়ানের সঙ্গে জুটি বেঁধে খেলবেন মনিকা। ভারতের হয়ে এই জুটি পদক জিতবেন বলেই আশা করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।