বাংলা নিউজ > ময়দান > পাপনের সঙ্গে বৈঠক শেষেই ফের বাংলাদেশের অধিনায়কত্ব ছা়ড়লেন তামিম ইকবাল

পাপনের সঙ্গে বৈঠক শেষেই ফের বাংলাদেশের অধিনায়কত্ব ছা়ড়লেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি- এএফপি। (AFP)

কিছুদিন আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙেন তামিম ইকবাল। ফের একবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার ব্যাটার দলকে এনে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ জয়। বলা যায় দলের এই মুহূর্তে অপরিহার্য অঙ্গ তিনি। সেই তিনিই বৃহস্পতিবার রাতে ফাটালেন এক বোমা। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক সারার পরে বৈঠক থেকে বেরিয়েই তিনি জানিয়ে দিলেন ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ ওডিআই দলের অধিনায়কত্ব আজ থেকেই ছেড়ে দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় অবসর ভেঙে ফিরলেও নেতৃত্বে ফিরছেন না তামিম ইকবাল তা স্পষ্ট করে দিলেন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করে দিলেন অভিজ্ঞ এই ব্যাটার। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে বৃহস্পতিবার রাতে বৈঠকে করেন তামিম। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা বিসিবি প্রধানকে জানান তিনি। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন তিনি।

চোট কাটিয়ে মাঠে ফেরার পর পুনবার্সনের জন্য এই মাসের শেষে এশিয়া কাপেও তামিম খেলতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে এশিয়া কাপ শেষে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ২২ গজে ফিরতে পারেন ওপেনার। তাঁর চোটের সমস্য রয়েছে। এমনকী পাপনের বাসভবনেও তিনি গিয়েছিলেন ইনজেকশন নিয়েই। সেকথাও জানিয়েছেন তামিম। পিঠের নিচের অংশের চোট তাঁকে ভোগাচ্ছে।ফলে অনিশ্চয়তা বেড়েছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা এই বৈঠক থেকেই ফোনে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। উল্লেখ্য গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা করে দিয়েছিলেন তামিম। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটিই হয়ে থাকল তাঁর জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তামিমের পথচলা শুরু ২০১৯ বিশ্বকাপের পরের শ্রীলঙ্কা সফরে। নিয়মিত অধিনায়ক মোর্তাজার চোটের কারণে ছিলেন না ফলে দলের অধিনায়কত্ব করেন তামিম। পরের বছর মাশরাফি নেতৃত্ব।মোট ৩৭টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জয় পেয়েছেন ২১টি ম্যাচে,হেরেছেন ১৪টি। দুই ম্যাচে কোন ফলাফল হয়নি। সাফল্যের হার শতকরা ৬০ শতাংশ।

নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কী সমস্যা ছিল, কী হবে সামনের দিনে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা ওনাদেরকে বলেছি। তার পিছনের কারণও জানিয়েছি। আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি। চোট একটা বড় ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি (লন্ডন থেকে)। কিন্তু ইনজেকশনটাও কিন্তু হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয়, দল সবার আগে।সবসময়ই এই কথা বলে এসেছি, সবকিছুর ওপরে দল।কারণ আমি সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব থেকে সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি আজকে। আমার বার্তা ওনাকে দিয়েছি। উনিও বুঝেছেন এবং যা বলার আমাকে সুন্দর করে বুঝিয়েছেন। মূল ব্যাপার হলো আমার কাছে মনে হয়েছে দলের ভালোর জন্য আমার অধিনায়কত্ব থেকে সরে যাওয়া উচিত এবং মনোযোগ করা উচিত শুধু ক্রিকেটার হিসেবে। যখনই সুযোগ আসবে চেষ্টা করা উচিত নিজের সেরাটা দেওয়ার উজাড় করে দেওয়ার।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতার বুকে অভাবনীয় কাণ্ড, গড়ের মাঠ থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন দ্রুত বাংলায় সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য দরকার, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টে ২০২২ সালে T20 বিশ্বকাপ খেলা এই ৭ ভারতীয় তারকা বাদ পড়লেন ২০২৪ বিশ্বকাপ থেকে ভাগাভাগি হচ্ছে গোদরেজ পরিবারের ৫৯০০০ কোটির সম্পত্তি, কে পেল কোন কোম্পানি? টি২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন, হলুদ থেকে সবুজ…কীভাবে বদল অজিদের জার্সিতে? বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা! অঙ্কিতার হাত ভাঙতে যা করল ভিকি, ভিডিয়ো দেখে সবাই হতবাক কলকাতায় সিলিন্ডারের দাম কমল ৪৯.৫০ টাকা, ঘরোয়া রান্নার গ্যাস বিকোচ্ছে ৩০৮-এ! কলকাতা বিমানবন্দর এলাকার থানাগুলিতে জারি ১৪৪ ধারা, এমন সিদ্ধান্তের কারণ কী?‌ মীন রাশির নতুন মাস কেমন কাটবে? জেনে নিন মে মাসের রাশিফল

Latest IPL News

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন T20 বিশ্বকাপের সহ-অধিনায়ক হওয়ার দিনেই বিরাট শাস্তি পান্ডিয়ার, জরিমানা রোহিতদেরও হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম খুব খারাপ,ভারতের WC দলের ১৫ জন IPL-এ কেমন খেলছেন? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ শুভমন গিলকে টপকে কী করে ভারতীয় দলে জায়গা করলেন যশস্বী? সামনে এল আসল কারণ ‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.