বাংলা নিউজ > ময়দান > পাপনের সঙ্গে বৈঠক শেষেই ফের বাংলাদেশের অধিনায়কত্ব ছা়ড়লেন তামিম ইকবাল

পাপনের সঙ্গে বৈঠক শেষেই ফের বাংলাদেশের অধিনায়কত্ব ছা়ড়লেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি- এএফপি। (AFP)

কিছুদিন আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙেন তামিম ইকবাল। ফের একবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার ব্যাটার দলকে এনে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ জয়। বলা যায় দলের এই মুহূর্তে অপরিহার্য অঙ্গ তিনি। সেই তিনিই বৃহস্পতিবার রাতে ফাটালেন এক বোমা। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক সারার পরে বৈঠক থেকে বেরিয়েই তিনি জানিয়ে দিলেন ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ ওডিআই দলের অধিনায়কত্ব আজ থেকেই ছেড়ে দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় অবসর ভেঙে ফিরলেও নেতৃত্বে ফিরছেন না তামিম ইকবাল তা স্পষ্ট করে দিলেন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করে দিলেন অভিজ্ঞ এই ব্যাটার। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে বৃহস্পতিবার রাতে বৈঠকে করেন তামিম। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা বিসিবি প্রধানকে জানান তিনি। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন তিনি।

চোট কাটিয়ে মাঠে ফেরার পর পুনবার্সনের জন্য এই মাসের শেষে এশিয়া কাপেও তামিম খেলতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তবে এশিয়া কাপ শেষে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ২২ গজে ফিরতে পারেন ওপেনার। তাঁর চোটের সমস্য রয়েছে। এমনকী পাপনের বাসভবনেও তিনি গিয়েছিলেন ইনজেকশন নিয়েই। সেকথাও জানিয়েছেন তামিম। পিঠের নিচের অংশের চোট তাঁকে ভোগাচ্ছে।ফলে অনিশ্চয়তা বেড়েছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা এই বৈঠক থেকেই ফোনে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। উল্লেখ্য গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা করে দিয়েছিলেন তামিম। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটিই হয়ে থাকল তাঁর জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তামিমের পথচলা শুরু ২০১৯ বিশ্বকাপের পরের শ্রীলঙ্কা সফরে। নিয়মিত অধিনায়ক মোর্তাজার চোটের কারণে ছিলেন না ফলে দলের অধিনায়কত্ব করেন তামিম। পরের বছর মাশরাফি নেতৃত্ব।মোট ৩৭টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জয় পেয়েছেন ২১টি ম্যাচে,হেরেছেন ১৪টি। দুই ম্যাচে কোন ফলাফল হয়নি। সাফল্যের হার শতকরা ৬০ শতাংশ।

নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কী সমস্যা ছিল, কী হবে সামনের দিনে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা ওনাদেরকে বলেছি। তার পিছনের কারণও জানিয়েছি। আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি। চোট একটা বড় ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি (লন্ডন থেকে)। কিন্তু ইনজেকশনটাও কিন্তু হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয়, দল সবার আগে।সবসময়ই এই কথা বলে এসেছি, সবকিছুর ওপরে দল।কারণ আমি সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব থেকে সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি আজকে। আমার বার্তা ওনাকে দিয়েছি। উনিও বুঝেছেন এবং যা বলার আমাকে সুন্দর করে বুঝিয়েছেন। মূল ব্যাপার হলো আমার কাছে মনে হয়েছে দলের ভালোর জন্য আমার অধিনায়কত্ব থেকে সরে যাওয়া উচিত এবং মনোযোগ করা উচিত শুধু ক্রিকেটার হিসেবে। যখনই সুযোগ আসবে চেষ্টা করা উচিত নিজের সেরাটা দেওয়ার উজাড় করে দেওয়ার।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিচারক মৃত্যুদণ্ড না দিয়ে ঠিক করেছেন,মত একদা আরজি কর মামলায় লড়া আইনজীবী বিকাশের Bangla entertainment news live January 21, 2025 : Yogesh Mahajan Dies: সিরিয়ালের শ্যুটিংয়ের মাঝে হঠাৎই অসুস্থ, ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় টেলি অভিনেতা যোগেশের দেহ সিরিয়ালের শ্যুটিংয়ের মাঝে হঠাৎই অসুস্থ, ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেতা যোগেশের দেহ আরজি কর নির্দেশনামায় পুলিশ ও সন্দীপকে নিয়ে পর্যবেক্ষণ, একাধিক প্রশ্ন বিচারকের 'একা' হলেন মাস্ক, ট্রাম্পের মনোনীত DOGE কো-চেয়ারম্যানের পদে থাকবেন না রামাস্বামী ধনু-মকর-কুম্ভ-মীনের মঙ্গলবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল সুপ্রিম কোর্টে ধাক্কা অতুল সুভাষের মায়ের! স্ত্রীর সঙ্গেই থাকবে সন্তান, রায় SCর ফের শীত কমবে বাংলায়, কবে থেকে? ছুটির সময় পাহাড়ে বরফ? ঘন কুয়াশা কোন কোন জেলায়?

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.