৬ উইকেট হাতে ছিল। তবু রান যোগ হল না স্কোরবোর্ডে। বৃহস্পতিবার সালেম স্পার্টানসের ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সই দলকে ডোবাল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিল নেল্লাই রয়্যাল কিংস।
বৃষ্টির কারণে ১৬ ওভারে খেলা হয়। ১৬ ওভারে সালেম স্পার্টানস ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করেছিল। ৭.১৮ রানরেট ছিল সালেমের। তারা এই রানরেট সহজেই বাড়াতে পারত। কিন্তু আটকে যান সালেম স্পার্টানসের ব্যাটাররা। কৌশিক গান্ধীর ৪৩ বলে ৫১ রান বাদ দিলে বাকিদের অবস্থা ছিল তথৈবচ।
১৬তম ওভার শেষে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। তার পর আর প্রথম ইনিংসের খেলা হয়নি। বরং খেলা শুরু হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে রয়্যাল কিংসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১২৯ রান। যে রান তাড়া করে সহজে ম্যাচ জেতে কিংস।
আরও পড়ুন: এক ওভারে টানা পাঁচ ছক্কা, RCB প্লেয়ার মনে করালেন KKR-এর রিঙ্কুকে- ভিডিয়ো
টস হেরে প্রথমে ব্যাট করতে নামলে দ্বিতীয় ওভারেই অমিত সাত্ত্বিকের উইকেট হারিয়ে চাপে পড়ে রয়্যাল কিংস। দলের ৭ রানের মাথায় নিজে ৩ বলে ২ করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন অমিত। আর এক ওপেনার আর কেভিন ২০ বলে ১৩ রান করেন। তিনে নেমে কৌশিক এসে যেটুকু হাল ধরেছিলেন। তাঁর হাফসেঞ্চুরি ছাড়া বাকিরা ২০ রানের গণ্ডিই টপকাননি। মান বাফনা ৮ বলে ১৯ করেন। এস অভিষেক করেন ১৩ বলে অপরাজিত ১২ রান। মহম্মদ আদনান খান ৯ বলে ১০ করে অপরাজিত থাকেন। কিংসের হয়ে লক্ষ্য জৈন ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন এনএস হরিশ।
আরও পড়ুন: মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেন পেরি, অভিষেকেই অজিদের অস্বস্তিতে ফেলেছেন ফিলার
১২৯ রান তাড়া করতে নেমে প্রথমে বেশ নড়বড় করছিল রয়্যাল কিংস। দলের ২ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর, ৩৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কিংস। এতে বেশ চাপে পড়ে যায় তারা। অধিনায়ক অরুণ কার্তিক প্রথম বলেই শূন্য করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। আর এক ওপেনার শ্রী নিরঞ্জন ১৭ বলে ১৪ করে আউট হন। গুরুস্বামী অজিতেশ ৩১ বলে ৩৯ রান করে দলের কিছুটা হাল ধরেন। তবে সাতে নেমে সূর্যপ্রকাশের ১৪ বলে ঝোড়ো ৩২ রানের ইনিংসই ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় এনে দেন রয়্যাল কিংসকে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে ফেলে কিংস।
১২ বলে ২৬ রানের দরকার ছিল। সেই সময়ে সালেমের অধিনায়ক অভিষেক তানওয়ারকে ১৫তম ওভারে ২টি ছক্কা এবং একটি চার হাঁকানোর পাশাপাশি ২ রানও নেন সূর্যপ্রকাশ। এই ওভারে হয় মোট ১৮ রান। আর এতেই ম্যাচের রাশ চলে আসে রয়্যাল কিংসের হাতে। যে কারণে শেষ ওভারে জিততে ৮ রান প্রয়োজন ছিল। আর ১৬তম ওভারের প্রথম বলেই একটি ছয় মারেন পি সুগেনধিরন। তার পরে রয়্যাল কিংসের জয়টা ছিল শুধুই সময়ের অপেক্ষা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।