পেসার হোন বা স্পিনার, বল করার পরে ফলো থ্রুয়ে ক্যাচ ধরা কতটা কঠিন, সেটা বোঝায় জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। সেই কারণেই চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগে রাহিল শাহের ধরা একটি ক্যাচ যারপরনাই প্রশংসা কুড়িয়ে নিচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
সোমবার সালেমে মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে লড়াইয়ে নামে চিপক সুপার গিল্লিস। টস জিতে মাদুরাইকে শুরুতে ব্যাট করতে পাঠান চিপক দলনায়ক বাবা অপরাজিত। প্রথম ইনিংসের পঞ্চম ওভারে রাহিল নিজের বলেই দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন।
৪.৫ ওভারে রাহিলের বলে স্লগ সুইপ শট খেলার চেষ্টা করেন ব্যাটসম্যান সুরেশ লোকেশ্বর। তবে বল ঠিক মতো কানেক্ট করতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বল বোলারের ডানদিকে উড়ে যায়। বাঁ-হাতি স্পিনার রাহিল মুহূর্তের জন্য সময় নষ্ট না করে ডান দিকে ঝাঁপিয়ে পড়েন। শূন্যে ওড়া অবস্থায় এক হাতে বল ধরে নেন তিনি। ৩৭ বছর বয়সি রাহিলের এমন ক্ষিপ্রতা দেখে লজ্জা পেতে পারেন তরুণ ক্রিকেটাররাও।
রাহিলের এমন অনবদ্য ফিল্ডিংয়ের জন্যই সুরেশ লোকেশ্বরকে ব্যক্তিগত ৬ রানের মাথায় সাজঘরে ফিরতে হয়। ম্যাচে রীতিমতো আঁটোসাটো বোলিং করেন রাহিল। ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন তিনি। যদিও তাঁর এমন পারফর্ম্যান্সও চিপককে জয় এনে দিতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় সুপার গিল্লিসকে।
শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা মাদুরাই একসময় ৭৯ রানে ৭ উইকেট খুইয়ে বসে। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরের একক লড়াইয়ে ভর করে তারা পৌঁছে যায় ৭ উইকেটে ১৪১ রানে। ওয়াশিংটন ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ২টি চার ও ৫টি ছক্কার সাহায্য়ে ৩০ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে চিপক একসময় ৩ উইকেট হারিয়ে ১০০ রানের গণ্ডি টপকে যায়। তবে তার পরেই তাদের ইনিংসে ধস নামে। শেষমেশ সুপার গিল্লিস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে যায়। নারায়ণ জগদীশান ৩৫ ও বাবা অপরাজিত ৩৩ রান করেন। ১৮ রানে ৪ উইকেট নেওয়া অজয় কৃষ্ণ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।