৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ইতিমধ্যেই ভারতে পা রেখে অনুশীলন শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। তবে ভারতের মাটিতে সিরিজ হওয়ায় স্পিন সহায়ক উইকেট হবে তা কারোর অজানা নয়। আর তাতেই ঘুম কেড়েছে অজি দলের। গোটা অস্ট্রেলিয়া দল অশ্বিন আতঙ্কে ভুগছে। স্পিনের বিরুদ্ধে খেলতে প্রস্তুত হচ্ছে প্যাট কামিন্সের দল। তাই নেট বোলার হিসাবে বেশিরভাগ স্পিনারদের রাখা হয়েছে।
তাদের মধ্যেই একজন মহেশ পিথিয়ার। তাঁর বোলিংয়ের সঙ্গে ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অনেক মিল রয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে অশ্বিনের বিরুদ্ধে ভালো খেলার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডেভিড ওয়ার্নারা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে অশ্বিনের রেকর্ড খুবই ভালো। ৮টি টেস্টে অশ্বিন ৫০টি উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি ম্যাচে ৫ উইকেট রয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর একটি প্রতিক্রিয়া দিয়ে জানান, ‘প্রথম টেস্ট আর পাঁচ দিন বাকি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মাথায় অশ্বিন আতঙ্ক ঢুকে পড়েছে।’
জাফরের টুইটের উত্তরে ভারতের প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং বিতর্কিত মন্তব্য করেছেন। ভারতের অন্যতম সেরা বোলার ভাজ্জি। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। ভাজ্জি ফাটল ধরা একটি পিচের ছবি দিয়ে লেখেন, ‘এই প্রধান জিনিস তাদের মাথায় রয়েছে।’ আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করতে শুরু করেছেন হরভজন অশ্বিনকে কটাক্ষ করে এই পোস্টটি করেছেন। হরভজনের এই টুইটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা।
হরভজন ১০৩টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, এবং দেশের প্রথম বোলার যিনি টেস্ট হ্যাটট্রিক করেন। দীর্ঘতম ফরম্যাটে তাঁর শেষ উপস্থিতি ছিল ২০১৫ সালে। তারপরে আর ভারতীয় দলে জায়গা পাননি তিনি। অবশেষে এই স্পিনার ২০২১ সালে অবসর ঘোষণা করেন। অন্যদিকে অশ্বিন বর্তমানে টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৮৮ ম্যাচে তাঁর ঝুলিতে ৪৪৯ উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অনিল কুম্বলের। তাঁকেও টপকে যাবেন অশ্বিন বলে মনে করা হচ্ছে।