বাংলা নিউজ > ময়দান > দেশের এক নম্বর টেনিস প্লেয়ার সুমিত নাগালের আর্থিক দুরবস্থার কথা জেনে এগিয়ে এল দুই বড় স্পনসর

দেশের এক নম্বর টেনিস প্লেয়ার সুমিত নাগালের আর্থিক দুরবস্থার কথা জেনে এগিয়ে এল দুই বড় স্পনসর

স্পনসর পেলেন সুমিত নাগাল 

ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল, ২০ সেপ্টেম্বর বুধবার তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সুমিত জানিয়েছিলেন তিনি কারোর কাছ থেকে সমর্থন পাচ্ছেন না, বর্তমানে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তবে এর পরের দিন থেকেই ভারতের শীর্ষ টেনিস খেলোয়াড় সকলের সমর্থন পেতে শুরু করেছেন।

ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল, ২০ সেপ্টেম্বর বুধবার তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সুমিত জানিয়েছিলেন তিনি কারোর কাছ থেকে সমর্থন পাচ্ছেন না, বর্তমানে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। আসলে পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের আর্থিক সঙ্কটের কথা জানিয়েছিলেন এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। তবে এর পরের দিন থেকেই ভারতের শীর্ষ টেনিস খেলোয়াড় সকলের সমর্থন পেতে শুরু করেছেন। দুটি স্পনসর পেলেন সুমিত নাগাল।

এই মুহূর্তে ভারতের সেরা লন টেনিস তারকা সুমিত নাগাল। আর সেই তিনিই চরম কষ্টে কাটাচ্ছেন জীবন। অবস্থা এমন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা প্রায় নিঃশেষিত হতে চলেছে। এটিপি ট্যুরে প্রতি বছর খেলতে প্রায় এক কোটি টাকার কাছাকাছি খরচ। নিজের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাইনে, মহারাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে সাহায্য পান, সব মিলিয়ে এতদিন তা ম্যানেজ করেছেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মুহূর্তে এক লক্ষের থেকেও রয়েছে কম টাকা। মাত্র ৮০০০০ টাকা পড়ে রয়েছে তাঁর ব্যাঙ্কে। সেই টাকা নিয়ে কী ভাবে, কী করবেন, তাই ভেবে পাচ্ছেন না সুমিত নাগাল। দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তাঁর।

এই খবর শুনে একটি শীর্ষ পানীয় সংস্থা ‘পেপসিকো ইন্ডিয়া’, দিল্লি লন টেনিস অ্যাসোসিয়েশন (ডিএলটিএ) এবং ‘গেটোরেড’ তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছে। ডিএলটিএ পাঁচ লক্ষ টাকার সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে পেপসিকো ইন্ডিয়া নাগালকে তিন বছরের জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ডিএলটিএ প্রশাসক রণবীর চৌহান বলেছেন, ‘আমরা সুমিত নাগালের কাছ থেকে তথ্য নিয়েছি এবং তাঁর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা জমা করে দেওয়া হবে।’ ডিএলটিএ সভাপতি রোহিত রাজপাল এটিকে সমর্থন করেছেন ও বিষয়টি অনুমোদন করেছেন।

নাগাল দাবি করেছিলেন যে এটিপি ট্যুরে থাকার জন্য তাঁর বার্ষিক বাজেট এক কোটি টাকার কম নয় এবং এই পরিমাণ ব্যবস্থা করার পরে, তাঁর অ্যাকাউন্টে বর্তমানে মাত্র ৯০০ ইউরো অবশিষ্ট রয়েছে। পেপসিকো ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল বলেছেন, ‘সুমিত ভারতের নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য একজন রোল মডেল এবং তাঁর ক্যারিয়ার তাদের কঠোর পরিশ্রম এবং ঘামের একটি সত্য উদাহরণ।’

সুমিত নাগাল বলেছিলেন যে তার সমস্ত উপার্জন তার প্রস্তুতিতে ব্যয় করা হয়েছে এবং এখন তার অ্যাকাউন্টে মাত্র কয়েকটি টাকা অবশিষ্ট রয়েছে। এরপরে গেটোরেড সুমিত নাগালের সঙ্গে তিন বছরের জন্য একটি চুক্তিও করেছে। সুমিত জানিয়েছেন, ‘আমি গেটোরেডে যোগ দিতে পেরে আনন্দিত।’ নাগাল আরও বলেছিলেন, ‘এই সংস্থাটি একটি গুরুত্বপূর্ণ সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কৃতজ্ঞ যে খেলাটির প্রতি এবং আমার কঠোর পরিশ্রম ও আবেগকে তারা প্রশংসা করেছে এবং সম্মান দিয়েছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজই বৃহস্পতির 'চাঁদে'র উদ্দেশে যাত্রা শুরু নাসা-র যানের, সাক্ষী থাকুন আপনিও কোহলি যে ভাবে তাকিয়ে ছিল… বিরাটকে আউট করেও সেলিব্রেশন করেননি গুরজপনীত সিং 'আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়…' সংক্রান্তির আগেই জেনে নিন গাড়ুর ডালের রেসিপি মেয়ের সামনেই স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি, প্রাক্তনের অভিযোগে গ্রেফতার অভিনেতা আসছে শারদ পূর্ণিমা, এই দিনের বিশেষ শুভ সংযোগ কোন রাশির উপর কী প্রভাব ফেলবে ফের দুষ্কৃতীদের নিশানায় বন্দে ভারত, ঝাড়খণ্ডে ট্রেনে পাথর বৃষ্টি শোষণকারী থাকলে সেই দেশের উন্নতি হয় না, সেটা বুঝিয়ে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ রাস্তা দিয়ে ছুটছে চালকহীন জ্বলন্ত গাড়ি, দেখুন ভাইরাল সেই ‘ভুতুড়ে’ ভিডিয়ো হেঁটে হেঁটে পায়ে ব্য়থা? পেইনকিলার নয়, ঘরোয়া উপায়েই চটজলদি কমান যন্ত্রণা ‘নগ্ন….’, খলিস্তানি ইস্যুতে ট্রুডোকে তুলোধোনা ভারতের, পাকিস্তানকে এরকম ভাষায় বলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.