ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল, ২০ সেপ্টেম্বর বুধবার তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সুমিত জানিয়েছিলেন তিনি কারোর কাছ থেকে সমর্থন পাচ্ছেন না, বর্তমানে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। আসলে পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের আর্থিক সঙ্কটের কথা জানিয়েছিলেন এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। তবে এর পরের দিন থেকেই ভারতের শীর্ষ টেনিস খেলোয়াড় সকলের সমর্থন পেতে শুরু করেছেন। দুটি স্পনসর পেলেন সুমিত নাগাল।
এই মুহূর্তে ভারতের সেরা লন টেনিস তারকা সুমিত নাগাল। আর সেই তিনিই চরম কষ্টে কাটাচ্ছেন জীবন। অবস্থা এমন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা প্রায় নিঃশেষিত হতে চলেছে। এটিপি ট্যুরে প্রতি বছর খেলতে প্রায় এক কোটি টাকার কাছাকাছি খরচ। নিজের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাইনে, মহারাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে সাহায্য পান, সব মিলিয়ে এতদিন তা ম্যানেজ করেছেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মুহূর্তে এক লক্ষের থেকেও রয়েছে কম টাকা। মাত্র ৮০০০০ টাকা পড়ে রয়েছে তাঁর ব্যাঙ্কে। সেই টাকা নিয়ে কী ভাবে, কী করবেন, তাই ভেবে পাচ্ছেন না সুমিত নাগাল। দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তাঁর।
এই খবর শুনে একটি শীর্ষ পানীয় সংস্থা ‘পেপসিকো ইন্ডিয়া’, দিল্লি লন টেনিস অ্যাসোসিয়েশন (ডিএলটিএ) এবং ‘গেটোরেড’ তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছে। ডিএলটিএ পাঁচ লক্ষ টাকার সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে পেপসিকো ইন্ডিয়া নাগালকে তিন বছরের জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ডিএলটিএ প্রশাসক রণবীর চৌহান বলেছেন, ‘আমরা সুমিত নাগালের কাছ থেকে তথ্য নিয়েছি এবং তাঁর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা জমা করে দেওয়া হবে।’ ডিএলটিএ সভাপতি রোহিত রাজপাল এটিকে সমর্থন করেছেন ও বিষয়টি অনুমোদন করেছেন।
নাগাল দাবি করেছিলেন যে এটিপি ট্যুরে থাকার জন্য তাঁর বার্ষিক বাজেট এক কোটি টাকার কম নয় এবং এই পরিমাণ ব্যবস্থা করার পরে, তাঁর অ্যাকাউন্টে বর্তমানে মাত্র ৯০০ ইউরো অবশিষ্ট রয়েছে। পেপসিকো ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল বলেছেন, ‘সুমিত ভারতের নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য একজন রোল মডেল এবং তাঁর ক্যারিয়ার তাদের কঠোর পরিশ্রম এবং ঘামের একটি সত্য উদাহরণ।’
সুমিত নাগাল বলেছিলেন যে তার সমস্ত উপার্জন তার প্রস্তুতিতে ব্যয় করা হয়েছে এবং এখন তার অ্যাকাউন্টে মাত্র কয়েকটি টাকা অবশিষ্ট রয়েছে। এরপরে গেটোরেড সুমিত নাগালের সঙ্গে তিন বছরের জন্য একটি চুক্তিও করেছে। সুমিত জানিয়েছেন, ‘আমি গেটোরেডে যোগ দিতে পেরে আনন্দিত।’ নাগাল আরও বলেছিলেন, ‘এই সংস্থাটি একটি গুরুত্বপূর্ণ সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কৃতজ্ঞ যে খেলাটির প্রতি এবং আমার কঠোর পরিশ্রম ও আবেগকে তারা প্রশংসা করেছে এবং সম্মান দিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।