২০২২ সালে আইসিসি-র যুব বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতীয় দল পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল। এই জয়ের মাধ্যমে যশ ধুল অধিনায়ক হিসেবে মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উনমুক্ত চাঁদ এবং পৃথ্বী শ-দের তালিকায় নিজের নাম যোগ করেছেন। এই সমস্ত খেলোয়াড়ের নেতৃত্বে ভারত এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধুল তার সহ-অধিনায়ক শাইক রশিদের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন কীভাবে সহ-অধিনায়ক রশিদ তাকে দল সামলাতে সাহায্য করেছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ শুরু হওয়ার পরপরই, অধিনায়ক যশ ধুল এবং সহ-অধিনায়ক শাইক রশিদ সহ অনেক খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছিলেন। তবে এই দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে যারাই খেলার সুযোগ পেয়েছেন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রমাণ হল গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি ভারত।
শিরোপা জেতার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যশ ধুল জানান শাইক রশিদের সঙ্গে তাঁর বন্ধুত্ব কতটা গভীর। ধুল বলেন, ‘শাইক রশিদ আমার বিশেষ বন্ধু, আমরা প্রতিদিন একসঙ্গে ডিনার করি। আমরা যখন ফাইনালে ব্যাট করছিলাম, তখন আমাদের মধ্যে একটাই ব্যাপার ছিল যে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং তারপর প্রথমে ৫-৭ ওভারে ম্যাচ শেষ করা। যাইহোক, আমি আউট হয়ে যাই। ভালো ব্যাটিং করেছেন নিশান্ত সিন্ধু। মাঠে রশিদ আমাকে পরামর্শ দিতে থাকে। এতে আমার ওপর চাপ কমে যায় এবং আমি স্বাধীনভাবে খেলতে পারি। শুধু তাই নয়, এটা আমাকে আত্মবিশ্বাসও দিয়েছে যে আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি।’
ফাইনাল ম্যাচে রাজ বাওয়া নিয়েছেন ৫টি উইকেট। যেখানে শাইক রশিদ ও নিশান্ত হাফ সেঞ্চুরি করেছেন। দলের পারফরম্যান্স প্রসঙ্গে যশ বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় মুহূর্ত। সবাই আমাদের সমর্থন করছিল। তাই টুর্নামেন্ট জেতা সত্যিই আমাদের জন্য অনেক বড় সাফল্য। এশিয়া কাপের পর থেকে মিডিয়াম পেসাররা আমাদের জন্য ভালো করছে। রবি কুমার আমাদের ভালো শুরু এনে দিয়েছেন এবং আজকের ম্যাচে রাজ বাওয়া ব্যতিক্রমী ছিলেন। অলরাউন্ডার হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নিজের খেলায় রাজের সম্পূর্ণ আস্থা রয়েছে। বাউন্সার দিয়ে ব্যাটসম্যানকে চমকে দেন বাওয়া।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।