অপ্রত্যাশিত ভাবে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর প্লেয়ার ইগা শিয়োনটেক। এর সঙ্গেই তিনি একনম্বর স্থান হারাবেন বিশ্বের। লাটভিয়ার বর্ষীয়ান জেলেনা ওস্টাপেন্কোর কাছে চতুর্থ রাউন্ডে ৩-৬, ৬-৩, ৬-১ সেটে হেরে যান ইগা। অন্যদিকে ইতিহাসের দিকে দৌড়ে যাওয়া নোভাক জকোভিচ জিতেছেন সহজেই। ৪০ পেরিয়েও ফিট রোহন বোপান্না পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।
পোল্যান্ডের ইগা এখনও পর্যন্ত চারটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। কিন্তু এদিন শুরু থেকেই বিবর্ণ ছিলেন তিনি। বিশেষত তৃতীয় সেটে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন। কেন খারাপ খেললেন ম্যাচের শেষে সেটার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। তাঁর জায়গায় বিশ্বের নতুন এক নম্বর হবেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। মজার বিষয় হল, জেলেনা এই নিয়ে চারবার খেলে চারবারই জিতলেন ইগা। কোয়ার্টার ফাইনালে তাঁর সঙ্গে আমেরিকার কোকো গফের লড়াই হবে।
অন্যদিকে গত রাউন্ডে ম্যারাথন পাঁচ সেটে জেতার পর এদিন সহজেই জয় পেয়েছেন বিশ্বের দুই নম্বর নোভাক জকোভিচ। কোয়ালিফায়ার বর্ণা গোজোকে ৬-২, ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন তিনি। এদিন মাত্র ১২টি আনফর্স এরর করেন তিনি। জেতার পর স্বাভাবিক ভাবেই খুশি তিনি। এরপর তাঁর লড়ার আমেরিকার টেলর ফ্রিৎজের বিরুদ্ধে। নয় নম্বর বাছাই ফ্রিৎজের বিরুদ্ধে ৭-০ ক্যারিরার রেকর্ড জকোর। ফলে স্বাভাবিকভাবেই তিনি ফেভারিট। অন্যদিকে আমেরিকার দুই তারকা টিয়াফো ও শেলটন খেলবেন আরেক কোয়ার্টারে। তাদের মধ্যে যে জিতবে তার সঙ্গে লড়াই হবে জোকার ও ফ্রিৎজের বিজয়ীর। ড্রয়ের অন্যদিকে আছেন আলকারাজ। সবকিছু ঠিকঠাক চললে রবিবার মুখোমুখি হবেন জোকার ও আলকারাজ।
অন্যদিকে ভারতের পতাকা ইউএস ওপেনে এখনও ধরে রেখেছেন রোহন বোপান্না। তাঁর অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথিউ এবডেনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পোঁছে গিয়েছেন তিনি। জুলিয়ান ক্যাশ ও হেনরি প্যাটেনের জুটিকে হারিয়েছেন ষষ্ঠ বাছাইরা। স্কোরলাইন ৬-৪, ৬-৭ (৫), ৭-৬ (১০-৬)। দুই ঘণ্টা ২২ মিনিট ধরে চলে এই খেলা। এর আগে উইম্বলডনে সেমিতে গিয়েছিলেন তারা। কোয়ার্টারে যদিও তারা সম্ভবত শীর্ষ বাছাইয়ের মুখোমুখি হবেন। ৪৩ বছর বয়সেও এখনও ভারতের প্রতিনিধিত্ব করে চলছেন বোপান্না। তবে মিক্সড ডাবলসে আউট হয়ে গিয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুড়িতে খেলছিলেন তিনি। কিন্তু হেরে গিয়েছেন ২-৬, ৫-৭ স্কোরলাইনে আমেরিকার বেন শেলটন ও টেলর টাউনসেন্ড জুটির বিরুদ্ধে। এই দুই তারকা সিঙ্গলসেও এবার নজর কেড়েছেন ইউএস ওপেনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।