শুভব্রত মুখার্জি: বছর শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ২২ গজ স্পিন সহায়ক হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। স্বাভাবিকভাবেই স্পিন সহায়ক উইকেটে পাকিস্তান দলের বড় ভরসা হয়ে উঠতে পারেন তাদের বাঁহাতি স্পিনার ইমদ ওয়াসিম। আর এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগে খেলছেন তিনি। সেখানেই অর্থাৎ ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময়ে দুরন্ত বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। এক ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন। পাশাপাশি দেননি একটি রানও। অর্থাৎ মেডেন-সহ নিয়েছেন দুটি উইকেট।
টনটনে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই কীর্তি ঘটিয়েছেন তিনি। সমারসেটের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েছেন ইমদ ওয়াসিম। সমারসেট যখন জয়ের জন্য ১৫৮ রান তাড়া করতে নামে তখন এই কীর্তি ঘটিয়েছেন তিনি। নটসের হয়ে বোলিং ওপেন করেন ইমদ এবং লুক ফ্লেচার। আর বোলিং ওপেন করতে এসেই ঘটিয়েছেন এই কান্ড। এক ওভারের প্রথম বলে তিনি আউট করেন টম ব্যান্টনকে। ওভারের শেষ বলে আউট করেন টম কোহলার ক্যাডমোরকে।
টম ব্যান্টন তাঁর ট্রেডমার্ক রিভার্স সুইপ মারতে যান ইমদকে। তবে ইমদের পেসে বোকা বনে যান তিনি। আগেই ব্যাট চালিয়ে দেন ব্যান্টন। বল উপরের দিকে কানায় লেগে সোজা উপরে উঠে গেলে সহজ ক্যাচ ধরেন উইকেটরক্ষক টম মুরস। আম্পায়ার প্রথমে নট আউট দেন। রিভিউ নেওয়া হয়। সেখানে দেখা যায় ব্যান্টন আউট হয়েছেন। আম্পায়ার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন।
এরপর পরপর চারটে ডট বল করেন ইমদ। এরপর ইমদের ওভারের শেষ বলে অফ সাইডে মারতে যান কোহলার ক্যাডমোর। বল পিচে পড়ে স্কিড করে তাঁর ব্যাটের ফাঁক দিয়ে ঢুকে স্টাম্পে গিয়ে লাগে। তবে ইমদের দুরন্ত বোলিং সত্ত্বেও ম্যাচ হেরেছে নটসরা। পরের তিন ওভারে ইমদের বিরুদ্ধে ওঠে ৩৩ রান। পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় সমারসেট। এদিন ব্যাট হাতেও ১৫ বলে ৩১ রান করেন ইমদ। ফলে নটিংহ্যামশায়ার ১৫০ রানের গন্ডি পেরতে সক্ষম হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।