বাংলা নিউজ > ময়দান > দলে ধোনির ফাঁকা জায়গা পূরণ করতে চাই- প্রথম T20I তে নামার আগে রাঁচিতে ইশানের শপথ

দলে ধোনির ফাঁকা জায়গা পূরণ করতে চাই- প্রথম T20I তে নামার আগে রাঁচিতে ইশানের শপথ

ইশান কিষাণ ও মহেন্দ্র সিং ধোনি

ইশান কিষাণ বলেন, ‘বড় হওয়ার সময় আমার প্রিয় ক্রিকেটিং আইডল ছিলেন এমএস ধোনি। আমরা একই জায়গা থেকে এসেছি, আমিও ঝাড়খণ্ডের হয়ে খেলছি। তাই আমি সত্যিই তাঁর জায়গা পূরণ করতে চেয়েছিলাম এবং এখন আমি এখানে আছি, আমি নিশ্চিত করব যে আমি আমার দলকে অনেক গেম জেতাতে পারব।’

২৭ জানুয়ারি শুক্রবার, ভারত বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটি খেলা হবে রাঁচির স্টেডিয়ামে। ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছিল টিম ইন্ডিয়া। রাঁচি হল টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের হোম গ্রাউন্ড। তাই এই ম্যাচে ইশান কিষাণ ঘরের মাঠে খেলতে উচ্ছ্বসিত। তবে ম্যাচে খেলতে নামার আগে বিসিসিআই-এর নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ইশান কিষাণ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে রাঁচির ছেলে ইশান কিষাণ বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। ইশান কিষাণ জানিয়েছেন নিজের আইডলের কথা এছাড়াও তাঁর পেশাদার ক্রিকেট কেরিয়ার থেকে তাঁর প্রিয় খাবারের কথা জানিয়েছেন ইশান কিষাণ।

আরও পড়ুন… ভারতীয় দলের অনুশীলনে হঠাৎ উপস্থিত মহেন্দ্র সিং ধোনি- ভিডিয়ো শেয়ার করল BCCI

ইশান কিষাণ ঝাড়খণ্ডের হয়ে ক্রিকেট খেলেন। তাই রাঁচি তাঁর হোম গ্রাউন্ড। বিসিসিআই একটি ভিডিয়ো আপলোড করেছে, যাতে ইশান তাঁর প্রিয় ক্রিকেট নিয়ে কথা বলছেন। কিষাণের প্রিয় ক্রিকেটারের নাম হল এমএস ধোনি, সেটিও জানিয়েছেন ইশান। বিশেষ ব্যাপার হল রাঁচি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির হোম গ্রাউন্ডও। এমন পরিস্থিতিতে শুক্রবারের ম্যাচে ধোনিকেও মাঠে দেখা যেতে পারে। তবে ম্যাচের আগের দিনে টিম ইন্ডিয়ার অনুশীলনে উপস্থিত ছিলেন মাহি।

বিসিসিআই-এর পোস্ট করা ভিডিয়োতে ইশান কিষাণ বলেছেন যে যখন থেকে তিনি ক্রিকেট খেলা শুরু করেছেন তখন থেকেই ধোনি তাঁর প্রিয়। ইশান কিষাণ বলেন, ‘১৮ বছর বয়সে যখন ধোনিকে প্রথম আমি দেখেছিলাম, তখনই আমি তাঁর কাছে গিয়েছিলাম এবং তাঁর অটোগ্রাফ চেয়েছিলাম। ধোনির অটোগ্রাফ পাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’

আরও পড়ুন… ফিরেই এক ইনিংসে সাত উইকেট! ২৯তম বার প্রথম-শ্রেণিতে ৫ বা তার বেশি উইকেট জাদেজার

ইশান কিষাণ বলেছেন, ‘এমএস ধোনি বরাবরই ক্রিকেটে আমার আইডল। বিশেষ বিষয় হল আমরা দুজন একই জায়গা থেকে এসেছি অর্থাৎ রাঁচি, তাই আমি তাঁর জায়গা নিতে চেয়েছিলাম, তাই এখন আমি যখনই এখানে খেলব আমি আমার দলের জন্য ম্যাচ জিততে চাই।’ ইশান কিষাণ ওপেন করার সুযোগ পেতে পারেন। ইশান কিষাণ টিম ইন্ডিয়ার উঠতি তারকা হয়ে উঠছেন। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ১৩১ বলে মোট ২১০ রান করেছেন তিনি। যেখানে এখন তিনি নিজের ঘরের মাঠ রাঁচিতে আছেন, যেখানে ইশান কিষাণও খেলতে উচ্ছ্বসিত। ধোনি সম্পর্কে বলতে গিয়ে ইশান বলেন, ‘বড় হওয়ার সময় আমার প্রিয় ক্রিকেটিং আইডল ছিলেন এমএস ধোনি। আমরা একই জায়গা থেকে এসেছি, আমিও ঝাড়খণ্ডের হয়ে খেলছি। তাই আমি সত্যিই তাঁর জায়গা পূরণ করতে চেয়েছিলাম এবং এখন আমি এখানে আছি, আমি নিশ্চিত করব যে আমি আমার দলকে অনেক গেম জেতাতে পারব।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন