শুভব্রত মুখার্জি: শনিবারেই উইম্বলডনের সেন্টার কোর্টে নয়া নজির গড়েছেন চেক রিপাবলিকের মার্কেটা ভন্দ্রোউসোভা। উইম্বলডনের ওপেন এরা অর্থাৎ উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে মহিলা বিভাগে খেতাব জয়ের নজির গড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই জয়ের পরে তাঁর উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। তবে তিনি একা নন। তাঁর এই জয়ে নিজের আবেগ চেপে রাখতে পারেননি তাঁর স্বামীও। দর্শকাসনে বসেই স্ত্রীর সাফল্যে কেঁদে ফেলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে বলতে গিয়ে ভন্দ্রোউসোভা জানিয়েছেন ৮ বছরে প্রথমবার তিনি তাঁর স্বামী স্টেফান সিমেককে এইভাবে আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখলেন।
এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৪২ নম্বরে রয়েছেন মার্কেটা ভন্দ্রোউসোভা। ২০১৯ সালে তিনি ফরাসি ওপেনের ফাইনালে উঠেও জিততে পারেননি। তবে দ্বিতীয় বার গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠেই কিন্তু তিনি জিতে নিয়েছেন তাঁর ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম খেতাব। শনিবার ফাইনালে ৬-৪, ৬-৪ ফলে তিনি হারিয়ে দিয়েছেন তুরস্কের ওন্স জাবেউরকে। যিনি আবার পরপর দুই বছর উইম্বলডনের ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হলেন। ওন্স জাবেউরকে শনিবার হারানোর পরে মার্কেটা ভন্দ্রোউসোভা বলেন, ‘আমার যতদূর মনে পড়ছে বিয়ের দিন ও (স্বামী) কেঁদেছিল। তবে আট বছরে ওটাই ছিল একমাত্র মুহূর্ত (কাঁদার)।তারপর ওঁকে আমি কাল ফাইনাল জেতার পরে ফের কাঁদতে দেখলাম।’
বিলি জিন কিং এবং পেট্রা কিটোভার পরে তৃতীয় বাঁহাতি খেলোয়াড় হিসেবেও উইম্বলডনের মহিলা সিঙ্গেলসের খেতাব জয়ের নজির গড়েছেন ভন্দ্রোউসোভা।৮০ মিনিটের লড়াইয়ে গতবারের ফাইনালে এলিনা রিবাকিনার কাছে হেরে যাওয়া ওন্স জাবেউরকে হারালেন ৬-৪,৬-৪ ফলে। ফাইনাল জয়ের পরে ভন্দ্রোউসোভা আরও জানিয়েছেন, ‘স্টিফেন সবসময় খুব হাসিখুশি থাকে। আমার যতটা মনে পড়ছে আজকে ম্যাচ জেতার পরে যখন আমি আমার বক্সে যাই তখন আমাকে জড়িয়ে ও কেঁদে ফেলে। খুব কাঁদছিল ও। আমি মনে করি শেষ আট বছরে প্রথমবার আমি ওকে এইভাবে আবেগপ্রবণ হতে দেখলাম (হাসি)। আমার মনে পরে আমাদের বিয়ের সময়ে শেষবার ওঁকে আমি এইভাবে আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।