মনে হচ্ছিল ঠিক যেন বাজপাখি। ইংল্যান্ডের ড্যানি ওয়েটের ক্যাচ একেবারে উড়ে গিয়ে ধরলেন মেগ ল্যানিং। চার বল খেলে শূন্য রানে আউট হন ওয়েট। বিরাট কোহলির অন্ধ ভক্তকে আফট করে উচ্ছ্বাসে ভাসলেন ল্যানিং।
আর ল্যানিং-এর এই ক্যাচ ধরার ভিডিয়ো হুহু করে হয়েছে ভাইরাল। এমন অবিশ্বাস্য ক্যাচ দেখে বিস্মিত ক্রিকেট মহল। স্টিভ স্মিথ তো হতবাক হয়ে টুইটে লিখেছেন, ‘মেগ ল্যানিং তুমি কি মজা করছো’ ।
অ্যাসেজের দ্বিতীয় ওডিআই জিতে অস্ট্রেলিয়া সিরিজ পকেটে পুড়ে ফেলল। ইংল্যান্ডের পুরুষ দলকে অ্যাসেজে অজিরা নাস্তানাবুদ করার পর, এ বার ব্রিটিশ মহিলা দলকেও হারাল অস্ট্রেলিয়া। অ্যাসেজের একমাত্র টেস্ট ড্র হওয়ার পর, তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। তিন নম্বর ওডিআই বাকি থাকতেই অবশ্য সিরিজ পকেটে পুড়ে ফেলল অজি ব্রিগেড।
এদিন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ৪৫.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সোফি একলেস্টোন। তিনি ৩২ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া অ্যামি জোন্স ২৮ এবং উইনফিল্ড হিল করেন ২৪ রান করে। হেথার নাইট করেন ১৮ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। এলিস পেরি ও তাহিলা ম্যাকগ্রা অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। মাত্র ১৮ রানের মধ্যেই দু' উইকেট হারিয়ে বসেছিল তারা। মাত্র ১৮ রানের মধ্যেই রিচেল হেইন্স (১০) ও অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের (০) উইকেট হারায় তারা। পরে অবশ্য ম্যাচের রাশ নিজেদের হাতে ধরে নেয় অজি দল। এরপর ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন অ্যালিসা হিলি। সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়ান দল। দলটি। এলিস পেরি ৬৪ বলে ৬ বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন, অ্যাশলে গার্ডনার ৩১ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে কেট ক্রস নিয়েছেন দু' উইকেট। ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলল অস্ট্রেলিয়া।