বিশ্বের সেরা টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। প্রতি বছরই দেশ বিদেশের নানা ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। করোনা হোক বা নির্বাচন, কোনো অবস্থাতেই থামে না বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের শো পিস ইভেন্ট। তবে গোটা বিষয়টাই পুরুষদের ক্ষেত্রেই সীমাবদ্ধ। মহিলাদের আইপিএল আয়োজন করার কথা উঠলেই যেন বোর্ডের গায়ে জ্বর আসে।
বহুদিন ধরেই পুরুষদের মতো মহিলাদেরও আইপিএল আয়োজন বিষয়ে সরব বিশেষজ্ঞ থেকে সমর্থকরা। তবে স্মৃতি মন্ধনাদের জন্যে টি-টোয়েন্টি টুর্নামেন্টের নামে এক মনভোলনো তিন দলের ওয়েম্য়ান্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজন করেই খালাস বিসিসিআই। এ বছরও একই জিনিস ঘটতে চলেছে। প্রবল দাবিদাওয়া সত্ত্বেও ফের একবার আইপিএলের জৌলুস থেকে মন্ধনারা বঞ্চিতই থাকতে চলেছেন। তার পিছনে যুক্তিও বেশ আজব।
মহিলাদের আইপিএল আয়োজনের বিষয়ে কথা বলতে গিয়ে Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি সৌরভ জানান, ‘এ বছর মে মাসে পুনরায় টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। আশা করছি ভবিষ্যতে ক্রিকেটারের সংখ্যা বাড়লে মহিলাদের আইপিএলেরও আয়োজন করতে পারব। তবে এ বছরের জন্য় আইপিএল প্লে অফের সময় আগের মতো ওয়েম্যান্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজিত হবে।’
ভারতীয় বোর্ডের মহিলা ক্রিকেটের প্রতি এই দায়সারা মনোভাব নিয়ে অতীতে অ্যালিসা হিলির মতো ক্রিকেটার সরব হয়েছেন। সৌরভের এই আজব যুক্তি দিয়ে মন্ধনাদের জন্য আইপিএল আয়োজন না করার যুক্তি কিন্তু নেটিজেনরাও মানতে নারাজ। অবশেষে কবে এবং আদৌ মহিলাদের আইফিএল কোনোদিন আয়োজিত হয় কি না, তা সময়ই বলবে। ততদিন অব্দি দুধের স্বাদ, ঘোলেই মেটাতে হবে ক্রিকেটপ্রেমীদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।