সুজি বেটস ও হ্যানা রউইর যুগলবন্দিতে চলতি মহিলা বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে দাপুটে জয় তুলে নিল আয়োজক নিউজিল্যান্ড। যদিও তাদের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত নেই।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত শতরান করেন সুজি। পরে বল হাতে হ্যানা রউই দখল করেন ৫ উইকেট। পাকিস্তানের হয়ে কার্যত একা লড়াই চালান নিদা দার। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স মেলে ধরে নিদাই নিউজিল্যান্ড শিবিরে কিছুটা হলেও পালটা লড়াই ফিরিয়ে দেন।
ক্রাইস্টচার্চে টস জিতে পাকিস্তান শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে। হোয়াইট ফার্নসরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৬৫ রান তোলে। ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৩৫ বলে ১২৬ রানের দারুণ ইনিংস খেলেন ওপেনার সুজি। তিনি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন টপকে যান।
এছাড়া সোফি ডিভাইন ১২, অ্যামেলিয়া কের ২৪, অ্যামি স্যাটার্থওয়েট ০, ম্যাডি গ্রিন ২৩, ব্রুক হালিডে ২৯, কেটি মার্টিন অপরাজিত ৩০, জেস কের ৬, হ্যানা রউই ১ ও ফ্রান্সেস ম্যাকায় অপরাজিত ৯ রান করেন। নিদা দার ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৪ রানে আটকে যায়। হাফ-সেঞ্চুরি করেন নিদা। তিনি ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫০ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। এছাড়া মুনিবা আলি ২৯, সিদরা আমিন ১৪, বিসমাহ মারুফ ৩৮, ওমাইমা সোহেল ১৪, আলিয়া রিয়াজ ১, সিদরা নওয়াজ ১০, ফতিমা সানা ০, ডায়না বেজ ৬, নাশরা সান্ধু অপরাজিত ১০ ও আনাম আমিন অপরাজিত ১১ রান করেন।
হ্যানা রউই ১০ ওভারে ৫৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ম্যাকায় নেন ২৯ রানে ২ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন সুজি বেটস। ৭১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। পাকিস্তান এবারের বিশ্বকাপে তাদের শেষ ম্যাচেও হারের মুখ দেখে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।