বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে স্ত্রী সঞ্জনাকে সাক্ষাৎকার দিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। নিজের জীবনের বহু স্মৃতির কথা এই সাক্ষাৎকারে জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ার পোস্ট করা বুমরাহরের বিভিন্ন ছবি দেখিয়ে সেই ছবির পিছনের গল্প জসপ্রীত বুমরাহকে জিজ্ঞাসা করলেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন।
যদি বোলার না হতেন তাহলে হয়তো ভাল গিটার বাজাতেন বুমরাহ। বোনের গিটার হাতের ছবিটাই বলে দিচ্ছিল সেই কথা। ২০১৪ সালে বোনের গিটার নিয়ে একটি ছবি তুলেছিলেন বুমরাহ। সেই ছবি দেখে বুমরাহর স্ত্রী ও এই অনুষ্ঠানের সঞ্চালক সঞ্জনা প্রশন করেন আপনি কী গিটার বাজাতে পারেন। উত্তরে বুমরাহ জানান ছোট বেলা থেকেই তাঁর ইচ্ছা ছিল গিটার বাজাবেন। সেই স্বপ্নপূরণ হয়নি তাই বোনের গিটার নিয়েই ছবি তুলেছিলেন।
বিয়ের ছবি দেখিয়ে স্বামীর অনুভূতির কথা জানতে চান স্ত্রী। জসপ্রীত বলেন এটা তাঁর জীবনের সবথেক স্মরণীয় দিন। বুমরাহ সঞ্জানাকে জানান, ‘তুমিও এই দিনটার একটা অংশ ছিলে। নিশ্চয়ই তোমার সব মুহূর্ত গুলো মনে রয়েছে। আমরা দুজনেই বিয়ের সময় একে অপরকে দেখে খুব হাসছিলাম। ডেকরেশন ও ইনস্টাগ্রামের ক্যাপশানটা খুব ভাল ছিল।’
এই সাক্ষাৎকারে বুমরাহ জানান ব্রিসবেন টেস্টে পারেননি তবে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বর্ডার-গাভস্কার ট্রফি জেতাটা জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তাঁর মতে এইজয় দলের আত্মবিশ্বাটা অনেকটাই বাড়িয়েছে।
ছোট বয়সে খালি গায়ের একটি ছবি দেখাতেই বুমরাহ তাঁর স্ত্রীকে প্রশ্ন করেন এইছবি কি তিনি বেছে দিয়েছেন। সঞ্জনার উত্তর না হওয়ার পরে বুমরাহ জানান তিনি বর্তমানে সুস্থ থাকার গুরুত্ব বোঝেন।