শুভব্রত মুখার্জি: মঙ্গলবার চলতি মরশুমের আইপিএলে রাজস্থান রয়্যালস দলের হয়ে তার অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সানরাইজার্স হায়দরাবাদ দলকে এই মরশুমে তাদের প্রথম ম্যাচেই ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন চাহালরা। চাহাল নিজেও সেই ম্যাচে নিজের চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। তবে ম্যাচের সবটুকু স্পটলাইট যেন শুষে নিয়েছেন 'চাহালশ্রী' জুটি। চাহালের ম্যাচ দেখতে মাঠেই উপস্থিত ছিলেন তার স্ত্রী ধনশ্রী ভার্মা। ম্যাচে স্বামীর বিশেষ বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন মিসেস চাহাল।
ম্যাচে রয়্যালস ব্যাটাররা প্রথমে ব্যাট করে ২১০ রান করতে সমর্থ হয়। তবে ম্যাচ চলাকালীন যে মুহূর্তটি ভাইরাল হয় তা হল উইকেট নেওয়ার পরবর্তীতে স্ট্যান্ডে থাকা ধনশ্রীর উদ্দেশ্যে চাহালের ছুঁড়ে দেওয়া 'ফ্লাইং কিস' (উড়ন্ত চুম্বন)। যা ক্যামেরাবন্দি করেন ধনশ্রী। তাদের এই 'ক্যামেরাবন্দি' খেলা ইতিমধ্যেই ভাইরাল। মুহূর্তটি রাজস্থান রয়্যালস দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
প্রসঙ্গত বেশ কয়েক মরশুমে রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর দলের হয়ে খেলার পরে এই মরশুমে তাকে আরসিবি রিটেনও করেনি নিলামের মধ্যে দিয়েও দলে ফেরায়নি। তবে চাহালের হায়দরাবাদের বিরুদ্ধে পারফরম্যান্সে নিশ্চয় কিছুটা হলেও হতাশ হবে আরসিবি কর্তৃপক্ষ। যাদের দল পঞ্জাবের বিরুদ্ধে চলতি মরশুমের প্রথম ম্যাচে বড় রান করেও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।