বাংলা নিউজ > টেকটক > 5G Services in India: একবছরের মধ্যে ৫০০ শহরে পৌঁছবে 5G পরিষেবা, বড় আপডেট COAI প্রধানের

5G Services in India: একবছরের মধ্যে ৫০০ শহরে পৌঁছবে 5G পরিষেবা, বড় আপডেট COAI প্রধানের

ভারতে ৫জি পরিষেবা যাতে মসৃণ ভাবে চালু করা সম্ভব হয়... more

ভারতে ৫জি পরিষেবা যাতে মসৃণ ভাবে চালু করা সম্ভব হয়, তার জন্য কোমর কষে ময়দানে নেমেছে সরকার এবং বেসরকারি সংস্থাগুলি। আগামী কয়েকদিনের মধ্যেই ৫জি পরিষেবা চালু হয়ে যাবে দেশের বড় মেট্রো শহরগুলিতে। পরিষেবা চালুর দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।