বাংলা নিউজ > টেকটক > BSNL Recharge Plans: এই প্ল্যানে Jio-কে মাত BSNL-এর, পাবেন ৫০ GB ডেটা ও ফ্রি কলিং

কয়েকদিন আগেও সিম বলতেই সকলে Jio, Airtel বা Vodafone-Idea ভাবতেন। তবে খেলা পাল্টেছে। দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এখন BSNL-এ আগ্রহী অনেকে। ইতিমধ্যেই কেউ কেউ পোর্টও করিয়ে ফেলেছেন।

তার কারণও রয়েছে। সস্তায় বেশ ভালোই অফার দিচ্ছে বিএসএনএল। আজ সেইরকমই এক প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। রিলায়েন্স Jio-র ২৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে। অন্যদিকে BSNL-এর ২৪৭ টাকার একটি প্ল্যান আছে। কোনটায় লাভ বেশি?

Jio vs. BSNL: ২৫০ টাকার মধ্যে কোনটায় লাভ বেশি?

  • BSNL-এর ২৪৭ টাকার প্ল্যান

BSNL-এর এই সস্তার প্রিপেড প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। মোট ৫০ জিবি ডেটা পাবেন। কোনও দৈনিক সীমা নেই। অর্থাত্ কোনওদিন ২০০ এমবি ব্যবহার করুন, আবার কোনওদিন ৫ জিবি, পুরোটাই আপনার প্রয়োজনীয়তার উপর।

এছাড়াও এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন। Eros Now-এর সাবস্ক্রিপশনও পাবেন এই প্ল্যানে।

  • Jio-র ২৪৯ টাকার প্ল্যান

Reliance Jio-র ২৪৯ টাকার প্ল্যানে সামান্য পরিবর্তন করা হয়েছে। এই প্ল্যানে এখন ২৩ দিনের ভ্যালিডিটি পাবেন। প্রতিদিন ২ জিবি করে ডেটা। অর্থাত্ মোট ডেটা ৪৬ জিবি। এতেও, সমস্ত নেটওয়ার্কে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS দেওয়া হয়। প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন।

এক নজরে তুলনা করে নিন দুটি প্ল্যান

কোম্পানিদামভ্যালিডিটিডেটাকলিং ও SMS
Reliance Jio২৪৯ টাকা২৩ দিনদিনে ২ জিবি করে। মোট ৪৬ জিবি।আনলিমিটেড কল ও দিনে ১০০টি SMS
BSNL২৪৭ টাকা৩০ দিনমোট ৫০ জিবি। দৈনিক সীমা নেই।আনলিমিটেড কল ও দিনে ১০০টি SMS

এবার নিজেই বিচার করুন, কোন প্ল্যান আপনার প্রয়োজনীয়তা অনুসারে পারফেক্ট হবে।

বন্ধ করুন