গত বছর, গুগলের বিরুদ্ধে একই রকম অভিযোগ ওঠে ইউরোপীয় ইউনিয়নে। সেখানে অ্যান্ড্রয়েড OS সম্পর্কিত একটি 'অ্যান্টি-ট্রাস্ট' মামলায় পাল্টা আপিল করেছিল গুগল। তবে সেই মামলায় সংস্থা হেরে যায়। আর তারপরে ইউরোপীয় ইউনিয়নকে (EU) ৪.১২৫ বিলিয়ন ইউরো জরিমানা দিতে বাধ্য হয়।
1/5ইউরোপে যা, ভারতেও তা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুই স্থানেই সমান নীতি হোক গুগলের। এই সমতার নীতি নেওয়া যাবে কিনা, তা গুগলের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: রয়টার্স (AFP)
2/5সম্প্রতি গুগলের বিরুদ্ধে অ্যান্ড্রয়েড সিস্টেমে অত্যাধিক শক্তির অপব্যবহারের অভিযোগ ওঠে। ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) ১,৩৩৭ কোটি টাকার জরিমানা করে। গুগল যদিও এর বিরুদ্ধে আপিল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বুধবার তাদের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। ফাইল ছবি: এএফপি (AFP)
3/5এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন করেন, 'আপনারা (গুগল) ইউরোপে যে নিয়মে চলেন, এখানেও কি তাতে চলতে রাজি আছেন? এই বিষয়ে চিন্তা-ভাবনা করুন এবং তারপর আবার আসুন।' কিন্তু হঠাত্ ইউরোপের উদাহরণ টানা হল কেন? ফাইল ছবি: পিটিআই (AFP)
4/5গত বছর, গুগলের বিরুদ্ধে একই রকম অভিযোগ ওঠে ইউরোপীয় ইউনিয়নে। সেখানে অ্যান্ড্রয়েড OS সম্পর্কিত একটি 'অ্যান্টি-ট্রাস্ট' মামলায় পাল্টা আপিল করেছিল গুগল। তবে সেই মামলায় সংস্থা হেরে যায়। আর তারপরে ইউরোপীয় ইউনিয়নকে (EU) ৪.১২৫ বিলিয়ন ইউরো জরিমানা দিতে বাধ্য হয়। ফাইল ছবি: এএফপি (AFP)
5/5'ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস' জানিয়ে দেয়, 'গুগল তার সার্চ ইঞ্জিনের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার' করেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের উপর ইচ্ছা মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার কিনা একেবারে বেআইনি। ফাইল ছবি: এপি (AFP)