মোবাইলের কালোবাজারি, জাল IMEI নম্বর এবং মোবাইল ফোন ডিভাইসের জালিয়াতি বন্ধ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। টেলিকম বিভাগের একটি গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, ১ জানুয়ারি ২০২৩ থেকে সমস্ত মোবাইল ফোন নির্মাতাদের জন্য নয়া নির্দেশিকা জারি হবে।
'প্রস্তুতকারকদের ভারতে উত্পাদিত প্রতিটি মোবাইল ফোনের বিক্রির সঙ্গে সঙ্গে সেটার IMEI নম্বর, ভারত সরকারের ICDR পোর্টালে রেজিস্টার করবে,' বলা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে। ICDR-এর সম্পূর্ণ অর্থ হল ইন্ডিয়ান কাউন্টারফিট ডিভাইস রেস্ট্রিকশন পোর্টাল।
কেন্দ্র মোবাইল আমদানির আগেও টেলিকম বিভাগের ICDR পোর্টালে (https://icdr.ceir.gov.in) আইইএমআই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে।
মোবাইল ফোনে নকল বা ডুপ্লিকেট IMEI নম্বর রুখতেই এই পদক্ষেপ। ২০২০ সালের এক রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের মীরাটে ১৩,৫০০টি ভিভো স্মার্টফোনে একই IMEI নম্বর পায় পুলিশ। পুরো বিষয়টি দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় তদন্তকারীদের।
নিয়ম অনুযায়ী, ভারতে বিক্রি হওয়া সমস্ত মোবাইল ফোনের একটি অনন্য আইএমইআই নম্বর থাকতে হবে। সেটা দেশেই তৈরি হোক বা বিদেশে। সব মোবাইল ফোনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
সহজ কথায়, IMEI নম্বর হল একটি অনন্য নম্বর যা GSM, WCDMA এবং iDEN মোবাইল ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়। প্রতিটি মোবাইল ফোনের একটি অনন্য নম্বর থাকে, তবে ডুয়াল সিম মোবাইল ফোনের ক্ষেত্রে দুটি আইএমইআই নম্বর প্রযোজ্য। ফোন চুরি হয়ে গেলে এই IMEI নম্বর ব্যবহার করে তা ট্র্যাক করা হয়।
মোবাইল ফোন আসল না নকল তা পরীক্ষা করতেও এই আইএমইআই নম্বর ব্যবহার করা যেতে পারে। ফোনে এই নম্বরটি না থাকলে, তার মানে নিশ্চিত যে এটি নকল। যে কোনও ফোনে #06# ডায়াল করলেই ফোনের আইএমইআই নম্বর দেখতে পাবেন।