টুইটার কর্তৃপক্ষ এর প্রেক্ষিতে কোনও পদক্ষেপ নিয়েছে কিনা, বা অ্যলনের দাবির সত্যতা -কোনওটাই এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় জড়িত হ্যাকার বা হ্যাকারদের পরিচয় বা অবস্থানও জানা যায়নি। তবে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের একাংশের দাবি, ২০২১ সালের প্রথম দিকে এই ব্রিচ ঘটেছে।
1/5টুইটারের ২০ কোটিরও বেশি ব্যবহারকারীর ডেটা ফাঁস হয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন এক সাইবার সিকিউরিটি গবেষক। অনলাইন হ্যাকিং ফোরামে তিনি দাবি করেছেন যে, এই বিপুল পরিমাণ ব্যবহারকারীর ইমেল অ্যাড্রেস হাতানো হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5ইজারায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং সংস্থা হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গাল এই দাবি তুলেছেন। এই বিষয়ে তিনি লিঙ্কডইন-এ লিখেছেন, 'দুর্ভাগ্যবশত এই ডেটা ফাঁসের ফলে আগামিদিনে অনেক হ্যাকিং, টার্গেটেড ফিশিং এবং ডক্সিং হতে পারে।' ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5টুইটার এই প্রতিবেদনের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি। গত ২৪ ডিসেম্বর প্রথম এই হ্যাকিংয়ের ঘটনার কথা জানিয়েছিলেন অ্যালন হাল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5তবে টুইটার কর্তৃপক্ষ এর প্রেক্ষিতে কোনও পদক্ষেপ নিয়েছে কিনা, বা অ্যলনের দাবির সত্যতা -কোনওটাই এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় জড়িত হ্যাকার বা হ্যাকারদের পরিচয় বা অবস্থানও জানা যায়নি। তবে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের একাংশের দাবি, ২০২১ সালের প্রথম দিকে এই ব্রিচ ঘটেছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5অর্থাত্ ইলন মাস্কের মালিকানা গ্রহণের ঠিক আগেই সম্ভবত এই হ্যাকিং হয়েছে। টুইটার ঘিরে এমনিতেই বর্তমানে বিতর্কের অন্ত নেই। এই হ্যাকিংয়ের দাবিকে কেন্দ্র করে আরও চাপ বাড়বে ইলন মাস্কের উপর। ফাইল ছবি: এএফপি (Reuters)