অভিরূপ চক্রবর্তী নামের এক টুইটার ব্যবহারকারী টুইটে এই বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, কেন তাঁর এক পছন্দের শোয়ের শেষ সিজন দেখা যাচ্ছে না। কোনও স্বত্বাধিকার সংক্রান্ত সমস্যা আছে কিনা জানতে চান।
1/6ভারতে HBO-র কনটেন্ট দেখার জন্য Disney+Hotstar-ই ভরসা বহু দর্শকের। কিন্তু এবার সেই HBO কনটেন্ট স্ট্রিম করাই বন্ধ হয়ে যাচ্ছে এই অ্যাপে। আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে। ফাইল ছবি: ডিজনি প্লাস হটস্টার (Disney+Hotstar)
2/6অভিরূপ চক্রবর্তী নামের এক টুইটার ব্যবহারকারী টুইটে এই বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, কেন তাঁর এক পছন্দের শোয়ের শেষ সিজন দেখা যাচ্ছে না। কোনও স্বত্বাধিকার সংক্রান্ত সমস্যা আছে কিনা জানতে চান। ফাইল ছবি: এএফপি (Disney+Hotstar)
3/6এর উত্তরে টুইটারেই রিপ্লাই পান তিনি। @hotstar_helps থেকে তাঁকে জানানো হয়, ৩১ মার্চ থেকে HBO-র কনটেন্ট স্ট্রিম করা বন্ধ হয়ে যাচ্ছে। ফাইল ছবি: এপি (Disney+Hotstar)
4/6এর পাশাপাশি এই অফিসিয়াল কাস্টমার কেয়ার হ্যান্ডেল জানায়, HBO-র কনটেন্ট বাদ গেলেও প্রায় ১ লক্ষ ঘণ্টা টিভি শো ও সিনেমা রয়েছে তাদের ভাণ্ডারে। তবে তাতে চিঁড়ে ভেজেনি। ফাইল ছবি: টুইটার (Disney+Hotstar)
5/6অনেকেই টুইটের রিপ্লাইতে এই নিয়ে মুখ খোলেন। কেউ কেউ দাবি করেন, সাবস্ক্রিপশন রিনিউ বা সদ্য বার্ষিক সাবস্ক্রিপশন নিয়েছিলেন। HBO-র কনটেন্ট না থাকায় তাঁদের টাকা 'রিফান্ড' করার দাবি করেছেন এই সাবস্ক্রাইবাররা। ফাইল ছবি: টুইটার (Disney+Hotstar)
6/6কোন কোন শো দেখতে পারবেন না, তা দেখে নিন। (Disney+Hotstar)