বাংলা নিউজ > টেকটক > HBO-র অনুষ্ঠান দেখানো বন্ধ করছে Disney+Hotstar! কোন কোন শো তালিকায়?

HBO-র অনুষ্ঠান দেখানো বন্ধ করছে Disney+Hotstar! কোন কোন শো তালিকায়?

অভিরূপ চক্রবর্তী নামের এক টুইটার ব্যবহারকারী টুইটে এই বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, কেন তাঁর এক পছন্দের শোয়ের শেষ সিজন দেখা যাচ্ছে না। কোনও স্বত্বাধিকার সংক্রান্ত সমস্যা আছে কিনা জানতে চান।