WhatsApp-এ কারও মেসেজ এড়িয়ে যেতে চাইছেন? সেক্ষেত্রে ব্লক করা ছাড়া কোনও উপায় থাকে না।
তবে অনেক সময়েই কিছু কনট্যাক্ট ব্লক করা যায় না। আবার তাদের মেসেজ রিড করতেও ইচ্ছা করে না। সেক্ষেত্রে অনেকে মেসেজ আর্কাইভ করেন। কিন্তু, সেই ব্যক্তি আবারও মেসেজ করলেই আবার সরাসরি চ্যাট লিস্টে ফিরে আসে।
যদি মেসেজ করলেই তা মূল চ্যাট লিস্টে ফিরে আসে, তবে আর্কাইভ করার মানে কী! এই সমস্যার সুরাহাই আনল WhatsApp । এবার থেকে চ্যাট লিস্টের উপরে আলাদা অপশনের মধ্যে থাকবে সমস্ত আর্কাইভ করা চ্যাটগুলি। প্রয়োজন হলে সেখান থেকে খুলেই রিপ্লাই দেওয়া যাবে।
কয়েক মাস আগে WhatsApp-এর বিটা ভার্সনে এই ফিচার আসে। এবার প্রায় সব ভার্সানেই আপডেটে এসে গিয়েছে এই আর্কাইভ-এর আলাদা তালিকার ফিচার।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিটা ভার্সনে ব্যবহারকারীদের ভালো রিভিউ পেয়েছে নতুন আর্কাইভের ফিচার। ফলে পাকাপাকিভাবে তা সব ভার্সনে আনা হয়েছে। এখনও যদি আপনার হোয়াটসঅ্যাপে এই নয়া ফিচার না এসে থাকে, সেক্ষেত্রে সরাসরি গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে পারেন।