আগামিকাল, ১৬ জুন ভারতের বাজারে আসছে Hyndai Venue-র নয়া ফেসলিফট।
ইতিমধ্যেই ডিলারদের কাছে পৌঁছতে শুরু করেছে এই মাঝারি আকারের এসইউভি।
নতুন ভেন্যু আরও বেশি বিলাসবহুল এবং একগুচ্ছ নয়া ফিচার্সসহ আসছে বলে জানা গিয়েছে। নয়া মডেলের বুকিংও শুরু হয়ে গিয়েছে।
হোম টু কার (H2C) এর সাহায্যে গ্রাহকরা রিমোট ক্লাইমেট কন্ট্রোল, রিমোট ডোর লক/ আনলক, রিমোট ভেহিক্যাল স্ট্যাটাস চেক, ফাইন্ড মাই কার, টায়ার প্রেসার ইনফরমেশন ফুয়েল লেভেল ইনফরমেশন, স্পিড অ্যালার্ট, টাইম ফেন্সিং-এর মতো ফাংশন থাকছে নয়া হুন্ডাই ভেন্যু-তে।
ইঞ্জিন
১.২ কাপ্পা পেট্রোল ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
১.০ টার্বো পেট্রোল জিডি আইএমটি ক্লাচলেস ম্যানুয়াল গিয়ারবক্স।
১.৫ CRDi ডিজেল ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
কালার অপশন
মোট ৭ টি রঙের অপশন পাবেন- পোলার হোয়াইট, টাইফুন সিলভার, ফ্যান্টম ব্ল্যাক, ডেনিম ব্লু, টাইটান গ্রে, ফায়ার রেড।