Auto Expo 2023: প্রোটোটাইপ অনেক হল, এবার রাস্তায় সবুজ যান আনুন: কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী
Updated: 14 Jan 2023, 11:52 AM ISTAuto Expo 2023: আস্তে আস্তে বাজারেই সবুজ যানবাহন আনতে শুরু করুন। শুক্রবার অটোমোবাইল নির্মাতাদের উদ্দেশে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি বলেন, জৈব জ্বালানি এবং অন্য নানা পরিবেশবান্ধব জ্বালানির প্রযুক্তিকে এবার বাস্তবায়িত করে তুলতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি