বাংলা নিউজ > টেকটক > iPhone 14 আসছে শীঘ্রই, iPhone 12 ও 13 এখন আরও সস্তা!

iPhone 14 আসছে শীঘ্রই, iPhone 12 ও 13 এখন আরও সস্তা!

ফাইল ছবি : অ্যাপেল (Apple)

Amazon.in-এ iPhone 12-এর দাম বর্তমানে ৫৪,৯০০ টাকা, ৬৪ জিবি ভেরিয়েন্টের জন্য। অন্যদিকে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ১৫,৫৫০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

শীঘ্রই বাজারে iPhone 14 আসছে। আর তাই স্বাভাবিকভাবে iPhone 12 ও 13-এর দাম হ্রাস পাচ্ছে। ইতিমধ্যেই আইফোন 11-কে বাজার থেকে তুলে নিয়েছে অ্যাপেল। ফলে এখন সেরকম সস্তা দামেই iPhone 12 পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এখন iPhone 12-এর দাম কত?

Amazon.in-এ iPhone 12-এর দাম বর্তমানে ৫৪,৯০০ টাকা, ৬৪ জিবি ভেরিয়েন্টের জন্য। অন্যদিকে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ১৫,৫৫০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে এটা পুরোটাই নির্ভর করছে আপনার পুরনো ফোনের উপর। আরও পড়ুন : কম দামেই ভাল ক্যামেরা পাবেন এই ১০টি ফোনে

তবে এক্সচেঞ্জের মাধ্যমে ৫০ হাজার টাকারও কমে iPhone 12 পেয়ে যাবেন। ইউজার এক্সপিরিয়েন্স, ক্যামেরা, ব্র্যান্ড ভ্যালুর নিরিখে যা মন্দ নয়। তাছাড়া আইফোন টেকেও বেশিদিন। পরে এক্সচেঞ্জ ভ্যালুও ভালই পাবেন।

iPhone 13

অন্যদিকে আরেকটু বেশি বাজেট থাকলে iPhone 13-এর কথা ভাবতে পারেন। বর্তমানে Amazon.in-এ iPhone 13 ৬৬,৯০০ টাকায় পেয়ে যাবেন। এক্সচেঞ্জ করলে ১৫,৫৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম এটি।

বন্ধ করুন