গ্রীষ্মের ছুটিতে পরিবারের সঙ্গে ট্রেনে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন? কিন্তু টাকা বা বাজেটের অভাবে যেতে পারছেন না? সেক্ষেত্রে এই এই খবরটি আপনার জন্য।
IRCTC সম্প্রতি এক নতুন পরিষেবার ঘোষণা করেছে। আর সেটি আপনার বেশ কাজে লাগতে পারে। এর ফলে এখন থেকে আপনি টিকিট কাটার সময়েই টাকা না দিয়েই, বরং পরেই পেমেন্ট করে টিকিট বুক করতে পারবেন।
আসুন জেনে নেওয়া যাক কী সেই বিশেষ পদ্ধতি। ঠিক কীভাবে আপনি আগে টিকিট কেটেই পরে দাম মেটাবেন। আরও পড়ুন: Bharat Gaurav Train leaves Kolkata: কলকাতা স্টেশন থেকে ছেড়ে গেল 'ভারত গৌরব' ট্রেন, কোথায় কোথায় ঘোরাবে এটি?
IRCTC-র নতুন ফিচার
Paytm-এর মাধ্যমেও এখন ট্রেনের টিকিট বুক করার অপশন রয়েছে। পেটিএম-এর সেই বিশেষ পরিষেবার নাম 'Buy Now, Pay Later'। অর্থাত্,
Paytm-এর মাধ্যমে এখন টিকিট কাটুন। কিন্তু পেমেন্ট করুন পরে।
অর্থাত্ আপনি যে ট্রেনে যাত্রা করতে চাইছেন, তা এখনই বুক করতে পারবেন। কিন্তু এর পেমেন্ট করতে পারবেন অনেক পরে।
আপনি যদি টিকিট বুক করার জন্য Paytm Postpaid ব্যবহার করেন, তাহলে প্রায় ৩০ দিন পর সেই টাকা ফেরত দিতে পারবেন। ফলে, সেই সময়েই টিকিটের দাম না দিয়েই পরে তার পেমেন্ট করতে পারবেন।
সঙ্গে সঙ্গে টাকা না দিয়েই ট্রেনের টিকিট বুক করুন
১. ট্রেনের টিকিট বুক করার জন্য, প্রথমে আপনার মোবাইল ডিভাইসে IRCTC অ্যাপ ডাউনলোড করুন এবং Log in করুন।
২. আপনার স্টেশনের তথ্য ও তারিখ দিন।
৩. ট্রেন সিলেক্ট করুন এবং টিকিট বুক করুন।
৪. 'Buy Now, Pay Later' অপশন সিলেক্ট করুন।
৫. পেটিএম পোস্টপেইড-এ ক্লিক করুন। আপনার পেটিএম-এ লগইন করুন।
৬. এরপর অথেন্টিকেশনের এসএমএস পাবেন।
৭. বুকিং নিশ্চিত করতে ওটিপি দিন। আরও পড়ুন: ট্রেনে কুকুর-বিড়াল নিয়ে যাওয়া আরও সহজ! নয়া ব্যবস্থা চালু করতে চলেছে রেল
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup