সাধারণত LED, LCD টিভি সকলে দেওয়ালেই ফিট করতে পছন্দ করেন। তবে একটু যাঁরা গৃহসজ্জা সচেতন, তাঁদের অনেকে লম্বা টেবিলে টিভি সাজিয়ে রাখেন। আবার যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের পক্ষে সব ক্ষেত্রে দেওয়ালে টিভি টাঙানো সম্ভব হয় না।
1/5মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫২ হাজারেরও বেশি টেলিভিশন গ্রাহক কাছ থেকে ফেরত চাইল LG ইলেকট্রনিক্স। না, ছবি খারাপ- এমন কোনও সমস্যা নয়। টিভিটি সহজেই উল্টে পড়ে যেতে পারে, সেই ভয় থেকেই এমন পদক্ষেপ সংস্থার। ফাইল ছবি: এলজি (AP)
2/5৮৬ ইঞ্চি সাইজের এই টিভিগুলি ফেরত চাইছে সংস্থা। কেন? কারণ তাদের উপলবদ্ধি, স্ট্যান্ডে বসানো থাকলে এই টিভি খুব নড়বড় করছে। অর্থাত্ যে কোনও সময়ে উল্টে যেতে পারে। আর ৮৬ ইঞ্চির টিভি মানে তা যে কতটা বড়, তা সহজেই অনুমেয়। এত বড় একটি টিভি কারও গায়ে পড়লে, অথবা শিশুদের উপর উল্টে গেলে ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। ফাইল ছবি: এলজি (AP)
3/5ইতিমধ্যেই এমন প্রায় ২২টি ঘটনার অভিযোগ এসেছে LG-র কাছে। সৌভাগ্যবশত কেউ এই ঘটনাগুলিতে আহত হননি। তবে হঠাত্ এভাবে টিভি উল্টে যাওয়াটা যে বেশ বিপদজনক তা বলাই বাহুল্য। ফাইল ছবি: এলজি (AP)
4/5সাধারণত LED, LCD টিভি সকলে দেওয়ালেই ফিট করতে পছন্দ করেন। তবে একটু যাঁরা গৃহসজ্জা সচেতন, তাঁদের অনেকে লম্বা টেবিলে টিভি সাজিয়ে রাখেন। আবার যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের পক্ষে সব ক্ষেত্রে দেওয়ালে টিভি টাঙানো সম্ভব হয় না। ফাইল ছবি: এলজি (AP)
5/5প্রায় ১ লক্ষ টাকার আশেপাশে দাম LG-র এই মডেলের। মার্কিন মুলুক বাদেও মেক্সিকো ও কানাডাতেও এই টিভি বিক্রি হয়েছিল। সেগুলিও ফেরত চেয়েছে সংস্থা। ফাইল ছবি: এপি (AP)