দুধের স্বাদ ঘোলে মেটানো শুনেছেন। কিন্তু থরের সাধ জিমনিতে মেটানো কি শুনেছেন? আসলে গাড়িপ্রেমীদের অবস্থা এখন অনেকটা তেমনই। বাজার মাহিন্দ্রা Thar বা জিপ Wrangler-এর মতো অফরোডার, মাচো লুকের গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। আর সেই বাজারের দিকে তাকিয়েই নতুন করে Jimny-কে এনেছে মারুতি সুজুকি। এতদিন অনেকেই দামের কারণে জিপ Wrangler থেকে মাহিন্দ্রা থর নিতেন। কিন্তু সেখানেও মারুতির মতো নির্ভরযোগ্যতা খুঁজতেন ভারতীয় ক্রেতারা। আর সেই শূন্যস্থানটাই বুদ্ধিমানের মতো পূরণ করেছে মারুতি। ফলও মিলেছে হাতেনাতে।
আগামী ৭ জুন ভারতের বাজারে নতুন Jimny-কে লঞ্চ করবে মারুতি সুজুকি। সেই লঞ্চের আগেই ৩০ হাজারেরও বেশি বুকিং হয়ে গিয়েছে। ফলে গাড়িটির যে বাজারে বেশ চাহিদা রয়েছে, তা বলাই বাহুল্য। চলতি বছর জানুয়ারিতে অটো এক্সপো ২০২৩-এ মারুতির এই নতুন অফরোডার গাড়ির প্রদর্শন করা হয়। আর তার পরেই শুরু হয় বুকিং। আরও পড়ুন: দেশের সেরা! ৩০ লক্ষ বিক্রির মাইলফলক পেরিয়ে গেল Maruti Suzuki-র এই গাড়ি
বেশ কিছু পোর্টালের প্রতিবেদন অনুযায়ী জিমনির জন্য ওয়েটিং পিরিয়ড কোথাও কোথাও ৮-১০ মাস পর্যন্ত পৌঁছে গিয়েছে। মারুতি সুজুকির গুরুগ্রাম প্ল্যান্টে তাই যুদ্ধকালীন তত্পরতায় নতুন Jimy-র উত্পাদন চলছে।
এতদিন অফরোডার বলতে মাহিন্দ্রা থর ছিল। অন্যদিকে মারুতি সুজুকির জিমনি নিয়ে সবার আকর্ষণ থাকলেও একটি সমস্যা ছিল। কিছুটা 'ডেটেড' ডিজাইন ও দুই পাশে মাত্র ২টি দরজা ছিল জিমনির। ফলে ফ্যামিলি কার হিসাবে এর কথা ভাবা হত না। বাজারে এই ফাঁকটাই ধরতে পেরেছে মারুতি সুজুকি। নতুন রূপে, ৫-ডোর জিমনি লঞ্চ হয়েছে বাজারে। আসলে এই জাতীয় গাড়ির একটি 'কাল্ট ফলোয়িং' আছে। রাফ, বোহেমিয়ান একটি ব্যাপার রয়েছে। গাড়ির বোল্ড ডিজাইন, বড় আকার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মধ্যে একটি যেন তথাকথিত পুরুষালি বিষয় রয়েছে। অনেকটা যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতো। ফলে সেই আবেগ থেকে এই গাড়ির ক্রেতার সংখ্যা কম হবে না।
এখনও গাড়িটির দাম ঘোষণা করেনি মারুতি সুজুকি। ১১,০০০ টাকা দিয়ে বুকিং শুরু হয়েছিল। তবে এবার তা বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। গাড়ি বিশেষজ্ঞদের মতে, মারুতির এই গাড়ির দাম ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা(এক্স-শোরুম) হতে পারে। সেক্ষেত্রে মাহিন্দ্রা থরের বাজারে সরাসরি প্রতিদ্বন্দী হয়ে দাঁড়াবে মারুতি সুজুকি জিমনি। আরও পড়ুন: Ioniq 5 EV-র ডেলিভারি শুরু করল Hyundai, এক চার্জেই যাবে কলকাতা থেকে শিলিগুড়ি
জিমনির স্পেসিফিকেশন
- K-সিরিজ ১.৫ লিটার ইঞ্জিন রয়েছে। ৪ সিলিন্ডার K-15-B ইঞ্জিন।
- ৬,০০০ RPM-এ ১০১ BHP পাওয়ার এবং ৪,০০০ RPM-এ ১৩০ NM টর্ক জেনারেট হবে।
- ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশন রয়েছে।
- নিরাপত্তা ফিচার হিসাবে ৬টি এয়ারব্যাগ থাকছে।
- অফরোডিংয়ের ফিচার্সও রয়েছে। যেমন, হিল হোল্ড অ্যাসিস্ট-সহ ESP, হিল ডিসেন্ট কন্ট্রোল, রিয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি।
- এছাড়া EBD-র সঙ্গে ABS-ও রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup