দেশে বিক্রির নিরিখে দেশের সেরা ১০টি গাড়ির তালিকায় রয়েছে ওয়্যাগনআর। শুধু তাই নয়, গত দুই বছরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির শিরোপাও পেয়েছে WagonR।
1/5হ্যাচব্যাক সেগমেন্টে আরও এক মাইলফলক ছুঁয়ে ফেলল মারুতি সুজুকি WagonR। ভারতে বর্তমানে SUV সেগমেন্টের চাহিদা রয়েছে। তবে কম বাজেটের ক্রেতার সংখ্যা এখনও ভারতে অনেকটাই বেশি। আর সেই কারণেই, ৩০ লক্ষ সেলের মাইলফলক পেরিয়ে গেল WagonR। এই নিয়ে ভারতে মাত্র ৩টি গাড়ি এই সংখ্যা পার হতে পেরেছে। ছবি : মারুতি সুজুকি (Mint)
2/5মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের সেলসের সিনিয়র এক্সিকিউটিভ আধিকারিক শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, '৩০ লক্ষেরও বেশি WagonR-এর বিক্রিই প্রমাণ যে এটি ভারতের সবচেয়ে আইকনিক হ্যাচব্যাকগুলির মধ্যে অন্যতম।' ফাইল ছবি : মারুতি সুজুকি (Mint)
3/5আরও একটি মজার তথ্য দেন শশাঙ্ক শ্রীবাস্তব। তিনি জানালেন, প্রায় ২৪ শতাংশ WagonR ক্রেতারাই এর আগেও এই একই মডেলের গাড়িই কিনেছিলেন। ফাইল ছবি : মারুতি সুজুকি (Mint)
4/5এই কারণেই লাগাতার দেশে বিক্রির নিরিখে দেশের সেরা ১০টি গাড়ির তালিকায় রয়েছে ওয়্যাগনআর। শুধু তাই নয়, গত দুই বছরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির শিরোপাও পেয়েছে WagonR। ফাইল ছবি: মারুতি সুজুকি (Mint)
5/5WagonR-এর প্রথম পাঁচ লাখ ইউনিট বিক্রি হতে প্রায় নয় বছর সময় লেগেছিল। কিন্তু পরবর্তী মাত্র ৪ বছরেই প্রায় পাঁচ লাখ মডেল বিক্রি হয়ে যায়। তবে সময়ের সঙ্গে গাড়ির ডিজাইন আরও ভাল করায়, ইন্টিরিয়র উন্নত করায় WagonR-এর বিক্রি বেড়েছে। Alto-র থেকে খানিকটা প্রিমিয়াম গাড়ি কেনার ক্ষেত্রে তাই ওয়াগনআর-এর চাহিদা রয়েছে বাজারে। ফাইল ছবি: মিন্ট (Mint)