All New Maruti Alto K10 Photo Gallery : নতুন অল্টো কে টেন প্রকাশ করেছে মারুতি সুজুকি। গাড়ির দাম শুরু মাত্র ৩.৯৯ লক্ষ টাকা থেকে(এক্স-শোরুম)।
1/5নতুন 2022 Alto K10 লঞ্চ করেছে মারুতি সুজুকি। নতুন জেনারেশনের গাড়িটি K-Series 1.0L Dual Jet, Dual VVT ইঞ্জিন দ্বারা চালিত। নয়া প্রজন্মের কথা মাথায় রেখে অল্টোর লুক অনেকটাই ভাল করেছে মারুতি। অদরকারি ক্রোম, কার্ভের ব্যাপার নেই। প্রথমবার গাড়ি ক্রেতাদের পছন্দ হতে বাধ্য। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)
2/5আপডেটেড মডেলটি হার্টেক্ট(Heartect) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। এই একই প্ল্যাটফর্মে নতুন সেলেরিও তৈরি। সামনের ফ্যাসিয়াতে নতুন, আপডেটেড হেডল্যাম্প এবং ডায়নামিক হানিকম্ব প্যাটার্ন গ্রিল রয়েছে। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)
3/5কেবিনে বেইজ ও ওয়ার্ম গ্রে রঙের সিট পাবেন। ডিজিটাল স্পিডোমিটার ডিসপ্লে, ইন্সট্রুমেন্ট প্যানেলে সামনের পাওয়ার উইন্ডো সুইচ, কী-লেস এন্ট্রি এবং স্টিয়ারিং মাউন্টেড অডিও এবং ভয়েস কনট্রোলের মতো আধুনিক ফিচার্স পাবেন। সবচেয়ে বড় সংযোজন হল ৭-ইঞ্চির স্মার্টপ্লে স্টুডিয়ো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)
4/5৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের পাশাপাশি একটি 5-স্পিড AMT গিয়ারবক্সে যথাক্রমে ২৪.৩৯ kmpl এবং ২৪.৯০ kmpl মাইলেজ পাবেন। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)
5/5সিজলিং রেড, স্পিডি ব্লু এবং আর্থ গোল্ড নামে ৩টি নতুন সহ মোট ৬টি রঙের অপশন পাবেন। তুন ভার্সানের Alto K10 মোট ছয়টি ভেরিয়েন্টে পাবেন। Std, Lxi, Vxi, Vxi AMT, Vxi+ এবং Vxi+ AMT। তাছাড়াও এই প্রথমবার অল্টোতে পার্সোনালাইজেশনের একটি অপশন আনল মারুতি। দু'টি থিম- ইম্প্যাক্টো ও জিনটল-এর মধ্যে থেকে বেছে নিতে পারবেন ক্রেতারা। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)