বাংলা নিউজ > টেকটক > মার্কিন সফরে মোদী ম্যাজিক! ভারতে আসছে নামী সেমিকন্ডাক্টর কোম্পানি, হবে ১ লাখ চাকরি

মার্কিন সফরে মোদী ম্যাজিক! ভারতে আসছে নামী সেমিকন্ডাক্টর কোম্পানি, হবে ১ লাখ চাকরি

ফাইল ছবি: এপি (AP Photo/Evan Vucci)

Jobs in India- এই প্রকল্পে মাইক্রোন দুই ধাপে বিনিয়োগ করা হবে। প্রথমেই $৮২৫ মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করা হবে। এর ফলে আগামী কয়েক বছরে মাইক্রনে সরাসরি ৫,০০০ চাকরি হবে। সেই সঙ্গে আনুষাঙ্গিক আরও ১৫,০০০ চাকরি সৃষ্টি হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরেই দেশের সেমিকন্ডাক্টর সেক্টরের জন্য তিন বড় ঘোষণা করলেন তিনি। আর এর ফলে ভারতে ন্যূনতম ৮০,০০০ থেকে ১ লাখ চাকরি তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এমনটাই জানিয়েছেন।

এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের ফলে সামগ্রিক সাপ্লাই সেক্টরে কয়েক হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

'ইলেক্ট্রনিক্স শিল্পে মাত্র গত দুই বছরেই ১০-১২ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। ভারতে মেমরি চিপ তৈরির জন্য মাইক্রনের মত সাম্প্রতিক ঘোষণাগুলি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ মাইলফলক বলা যেতে পারে। আমার মতে, এই উদ্যোগের মাধ্যমে অন্তত ৮০,০০০ থেকে ১ লক্ষ নতুন প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে,' বলেন রাজীব চন্দ্রশেখর।

বৃহস্পতিবার মার্কিন সংস্থা মাইক্রোন টেকনোলজি গুজরাটে নতুন ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলারের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ফেসিলিটি স্থাপনের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে মাইক্রনের ভারতীয়-মার্কিন প্রেসিডেন্ট এবং সিইও সঞ্জয় মেহরোত্রার সঙ্গে গতকাল দেখা করেছিলেন। তার একদিন পরেই এই 'মেগা' ঘোষণা।

এই প্রকল্পে মাইক্রোন দুই ধাপে বিনিয়োগ করা হবে। প্রথমেই $৮২৫ মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করা হবে। এর ফলে আগামী কয়েক বছরে মাইক্রনে সরাসরি ৫,০০০ চাকরি হবে। সেই সঙ্গে আনুষাঙ্গিক আরও ১৫,০০০ চাকরি সৃষ্টি হবে।

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসও ভারতে আগামী চার বছরের মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি ইঞ্জিনিয়ারিং কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

ল্যাম রিসার্চ, ওয়েফার-ফ্যাব্রিকেশনও সেমিকন্ডাক্টর সম্পর্কিত পরিষেবাকে ভারত থেকে নিয়োগ করবে। প্রায় ৬০,০০০ পর্যন্ত প্রযুক্তিবিদকে নিয়োগ করা হবে। তার জন্য ভারতে একটি প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা করেছে সংস্থা।

রাজীব চন্দ্রশেখর বলেন, 'এটি তো শুরু মাত্র। কারণ ভারত হারে দ্রুত আন্তর্জাতিক ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর সেক্টরে উন্নত মান প্রদান এবং সাপ্লাই চেনে একটি উল্লেখযোগ্য অংশ হিসাবে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।'

গত ১৮ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর সেক্টক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। সব মিলিয়ে মোট ৭৬,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

 

টেকটক খবর

Latest News

টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি 'আপোষ না সংগ্রাম?' চিকিৎসকদের ‘ঘাড়ধাক্কা’ চন্দ্রিমার, ফুঁসলেন কিঞ্জল-শোভনরা প্রায় লক্ষাধিক টাকা অটোয় ফেলে নেমে যান যাত্রী, মানবিকতার পরিচয় দিলেন অটোচালক ‘বিনোদন জগতে লিঙ্গ সমতার আদৌ কোনও প্রয়োজন নেই...' বিস্ফোরক রাম কাপুর হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি শুক্রাদিত্য রাজযোগে ৬ রাশি হবে সম্পদে সমৃদ্ধ, দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল RG কর ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI! কোর্টে প্রশ্নের মুখে পড়েছিলেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.