BH Series Registration: এতদিন শুধুমাত্র নতুন গাড়ি... more
BH Series Registration: এতদিন শুধুমাত্র নতুন গাড়ির রেজিস্ট্রেশনের জন্যই এই প্রক্রিয়া চালু ছিল। নয়া ঘোষণার মাধ্যমে, পুরনো, সাধারণ রেজিস্ট্রেশন থাকা গাড়িকেও ভারত রেজিস্ট্রেশনে বদল করা যাবে।
1/6সাধারণ রেজিস্ট্রেশন নম্বর প্লেট BH সিরিজে রূপান্তরিত করায় সবুজ সংকেত দিল কেন্দ্র। শুক্রবার এই বিষয়ে জানায় কেন্দ্র সরকার। BH বা ভারত সিরিজের পরিসর বাড়াতে এই সিদ্ধান্ত। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
2/6ভারত সিরিজ কী? এক রাজ্য থেকে অপর রাজ্যে গাড়ি নিয়ে স্থানান্তরিত হওয়া ব্যক্তিদের বিশেষ রেজিস্ট্রেশন এটি। ভারত রেজিস্ট্রেশনের আগে, গাড়ি মালিকদের নতুন রাজ্যে গিয়ে তাঁদের গাড়ি পুনরায় রেজিস্টার করাতে হত। নতুন করে রোড ট্যাক্স দিতে হত। তবে ভারত(BH) রেজিস্ট্রেশনের নম্বর প্লেট থাকলে আর সেই সমস্যা হবে না। গত বছর সেপ্টেম্বরে এটি চালু হয়। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
3/6 এতদিন শুধুমাত্র নতুন গাড়ির রেজিস্ট্রেশনের জন্যই এই প্রক্রিয়া চালু ছিল। নয়া ঘোষণার মাধ্যমে, পুরনো, সাধারণ রেজিস্ট্রেশন থাকা গাড়িকেও ভারত রেজিস্ট্রেশনে বদল করা যাবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
4/6BH সিরিজের জন্য ন্যূনতম রোড ট্যাক্স ২ বছর, বা ২-এর গুণিতকে হয়। কোনও গাড়ি মালিক নয়া রাজ্যে গিয়ে যতদিন থাকবেন, সেই আন্দাজে একবারে রোড ট্যাক্স মিটিয়ে রাখতে পারবেন। নতুন রাজ্যে গিয়ে আর হুজ্জুতি পোহাতে হবে না। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
5/6কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, মোটর ভেহিকেল আইন ১৯৮৮-র ৪৮ নম্বর নীতিতে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। উক্ত মন্ত্রক জানিয়েছে, সরকারি কর্মচারীরা এবার থেকে তাঁদের সার্ভিস সার্টিফিকেটের ভিত্তিতে ভারত সিরিজের নম্বরপ্লেট নিতে পারবেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo)
6/6প্রাইভেট সেক্টরের কর্মীরাও একইভাবে ওয়ার্কিং সার্টিফিকেট জমা দিয়ে এই নম্বরের জন্য আবেদন করতে পারবেন। এর থেকে নিশ্চিত হওয়া যাবে যে তাঁরা কর্মসূত্রে ভিনরাজ্যে গাড়ি নিয়ে যাচ্ছেন। এর ফলে এই সুবিধার অপব্যবহার এড়ানো যাবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)