বাংলা নিউজ > টেকটক > 'ভারত-বিরোধী' কনটেন্ট! ২ বছরে ১৫০টি YouTube চ্যানেল বন্ধ করেছে কেন্দ্র

'ভারত-বিরোধী' কনটেন্ট! ২ বছরে ১৫০টি YouTube চ্যানেল বন্ধ করেছে কেন্দ্র

ফাইল ছবি: এএফপি (Lionel BONAVENTURE / AFP)

'ভারত-বিরোধী' কনটেন্ট তৈরি করার প্রমাণ মেলায় এই সম্প্রচারকারী চ্যানেল ও ওয়েবসাইটগুলি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে ওয়াকিবহাল কেন্দ্রীয় আধিকারিকদের সূত্রে মিলেছে এই খবর।

২০২১ সালের মে থেকে ১৫০ টিরও বেশি ওয়েবসাইট এবং ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল বন্ধ করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B)। 'ভারত-বিরোধী' কনটেন্ট তৈরি করার প্রমাণ মেলায় এই সম্প্রচারকারী চ্যানেল ও ওয়েবসাইটগুলি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে ওয়াকিবহাল কেন্দ্রীয় আধিকারিকদের সূত্রে মিলেছে এই খবর।

তথ্য প্রযুক্তি (IT) আইনের 69A ধারা লঙ্ঘন করায় ওয়েবসাইট এবং চ্যানেলগুলি 'রিমুভ' করা হয়েছে। এই ধারায় ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা লঙ্ঘনকারী যে কোনও কনটেন্ট ব্লক করার জন্য অনুমোদন পায় কোনও সরকারি সংস্থা বা মধ্যস্থতাকারী। দেশের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনস্বার্থে এই ধরনের যে কোনও প্ররোচনা রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সরকারের হাতে। আরও পড়ুন: বিস্ফোরক দাবি হিরো আলমের, বললেন ‘গতবার জোর করে হারানো হয়েছে আমায়, এবার জিতবই’

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (I&B) এক আধিকারিক জানালেন, 'গত দুই বছরে ১৫০টিরও বেশি ওয়েবসাইট এবং ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেলগুলিকে ভারত বিরোধী কনটেন্ট তৈরি করার কারণে বন্ধ করা হয়েছে।'

আলোচ্য ইউটিউব নিউজ চ্যানেলগুলিতে ১,২১,২৩,৫০০-রও বেশি সাবস্ক্রাইবার এবং মোট সব মিলিয়ে ১,৩২,০৪,২৬,৯৬৪-রও বেশি ভিউ ছিল। যে চ্যানেলগুলি সরিয়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল খবর উইথ ফ্যাক্টস, খবর তাইজ, ইনফরমেশন হাব, ফ্ল্যাশ নাউ, মেরা পাকিস্তান, হাকিকাত কি দুনিয়া এবং আপনি দুনিয়া টিভি অন্যতম।

গত ২ বছর ধরে I&B মন্ত্রক, নিয়মিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘকারী YouTube চ্যানেল সরিয়ে দেওয়ার বিষয়ে বেশ কড়াকড়ি শুরু করেছে। ২৫ ফেব্রুয়ারি ২০২১-এ নয়া আইটি আইনের অধীনে এই নীতি গ্রহণ করেছে কেন্দ্র।

গত বছরের জুলাই মাসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদে জানিয়েছিলেন যে, নিয়ম লঙ্ঘনের অপরাধে ২০২১ এবং ২০২২-এর মধ্যে ৭৮টি ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল এবং ৫৬০টি ইউটিউব ভিডিয়ো ব্লক করা হয়েছিল। তিনি বলেছিলেন, 'কোনও (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্ট যদি ষড়যন্ত্রমূলকভাবে মানুষের দৃষ্টি খারাপ দিকে ঘোরানোর চেষ্টা করে বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' আরও পড়ুন: 'Youtube-এ ভিডিয়ো লাইক করুন, দিনে ২,০০০ টাকা করে কামান…' সাবধান করল কলকাতা পুলিশ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন