বাংলা নিউজ > বায়োস্কোপ > Hero Alom: বিস্ফোরক দাবি হিরো আলমের, বললেন ‘গতবার জোর করে হারানো হয়েছে আমায়, এবার জিতবই’

Hero Alom: বিস্ফোরক দাবি হিরো আলমের, বললেন ‘গতবার জোর করে হারানো হয়েছে আমায়, এবার জিতবই’

হিরো আলম বাংলাদেশের উপনির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন

Hero Alom: বাংলাদেশি ইউটিউবার তথা জনপ্রিয় অভিনেতা হিরো আলম সেদেশের উপনির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। গতবার হেরে গিয়েও এবার আবার প্রার্থী হচ্ছেন তিনি।

মানুষের হয়ে কাজ করতে চান বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা হিরো আলম। আর এবার সেই লক্ষ্যে অবিচল থেকে তিনি বাংলাদেশের উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলেন। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে লড়াই করবেন হিরো আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই নির্বাচনে লড়বেন বলে স্থির করেছেন। গত ফেব্রুয়ারি মাসে যখন বাংলাদেশের উপনির্বাচন হয় তখন বগুড়া ৪ এবং বগুড়া ৬ আসনের হয়ে লড়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি।

তবে গতবার যতই পরাজিত হন না কেন সে কথা মানতে নারাজ হিরো আলম। তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি জিতেছিলাম কিন্তু আমায় তখন জোর করে হারিয়ে দেওয়া হয়। আমি ষড়যন্ত্রের শিকার হয়ে ছিলাম তখন। আমি এবার তাই প্রমাণ করতে চাই যে আমার সঙ্গে তখন যেটা করা হয়েছিল সেটা আসলে ভুল।'

আলম ফারুকের মৃত্যুর পর এই আসনের হয়ে লড়াই করবেন হিরো আলম। আগামী ১৩ জুন তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। তাঁর কথায় তিনি প্রয়াত ফারুক আলমের কাজ সমাপ্ত করতে চান। একটি সাক্ষাৎকারে তিনি বলেন 'আমি হয়তো সাংসদ হওয়ার যোগ্য নই। কিন্তু এখনও এমন অনেক ব্যক্তি ক্ষমতাসীন পদে আছেন যাঁরা যোগ্য নন। তাঁরা কোনও কাজ করেননি। আমি মানুষের জন্য কাজ করতে চাই।'

তাঁর একটাই বক্তব্য তিনি যদি এখন ১০০০টি পরিবারের কথা ভাবেন, তাঁদের দেখাশোনা করেন তিনি সুযোগ পেলে ১০,০০০ পরিবারের হয়ে কাজ করবেন। এটাই প্রথমবার না। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হিরো আলম। এর আগে তিনি জানিয়েছিলেন তাঁকে নাকি পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছিল। তাঁর গান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়ছিল নির্বাচনে লড়ার জন্য। নিষ্ঠুর অত্যাচারের শিকার হন তখন তিনি, এমনটাই জানিয়েছিলেন। তবে এবার আবার নতুন করে নির্বাচনে লড়ার জন্য তাঁর নাম বিতর্কে জড়িয়েছে।

বিতর্ক থাকলেও আলম তাতে পরোয়া করেন না। তাঁর লক্ষ্য এখন একটাই এই নির্বাচন জিতে মানুষের জন্য কাজ করা। আর তিনি আপাতত সেটা নিয়ে আশাবাদী।

বন্ধ করুন