এই চুক্তি TCS-এর জন্য বড় সুখবর। কেন? কারণ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বাজারে কিছুটা মন্দার আবহ চলছে। সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরেই এমন বড় কাজ পেলে তাতে সুবিধা হবে সংস্থার।
1/5ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) থেকে প্রায় ১৫,০০০ কোটি টাকার অ্যাডভান্স পারচেস অর্ডার পেল TCS-এর নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম। গত ২২ মে এই APO মিলেছে বলে জানিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5এই চুক্তি TCS-এর জন্য বড় সুখবর। কেন? কারণ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বাজারে কিছুটা মন্দার আবহ চলছে। সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরেই এমন বড় কাজ পেলে তাতে সুবিধা হবে সংস্থার। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5এর মাধ্যমে, TCS BSNL-এর জন্য ভারত জুড়ে 4G নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেবে। সাম্প্রতিক BSE নিয়ন্ত্রক ফাইলিংয়ে এমনটা জানিয়েছে সংস্থা। ফাইল ছবি: টুইটার (Reuters)
4/5উক্ত কনসোর্টিয়ামের মধ্যে রয়েছে টাটা গ্রুপের টেলিকম যন্ত্রাদি তৈরির কোম্পানি তেজস নেটওয়ার্কও। এটি রেডিয়ো অ্যাক্সেস নেটওয়ার্কের(RAN) সরঞ্জাম সরবরাহ ও পরিষেবার দায়িত্বে থাকবে। ছবি : রয়টার্স (Reuters)
5/5TCS-এর পাশাপাশি, এই প্রকল্পের জন্য রাষ্ট্রায়ত্ত আইটিআই লিমিটেডের জন্যও APO জারি করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই চুক্তি মূল্যের প্রায় ২০ শতাংশ ITI-তে যাবে। ফাইল ছবি: পিটিআই (Reuters)