টিটাগড় রেলওয়ে ফ্যাক্টরির জন্য এবার খুশির খবর। এবার গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের জন্য় ৩৫০ কোটি টাকার বরাত পেয়েছে টিটাগড়। আমেদাবাদের মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কামরার ডিজাইন, সাপ্লাই, টেস্টিং সবটাই করবে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড।
টিটাগড় রেল সিস্টেমের ডিরেক্টর পৃথ্বীশ চৌধুরী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ৭০ সপ্তাহের মধ্যে সেই মেট্রো কার তৈরি করা হবে। ৯৪ সপ্তাহের মধ্যে গোটা চুক্তিটা সম্পাদন করা হবে। হুগলির উত্তরপাড়ায় তৈরি হবে এই মেট্রো কার।
অর্থাৎ এলাহাবাদে যে মেট্রো চলবে সেটা তৈরি হবে হুগলির উত্তরপাড়ায়। যে হুগলির সিঙ্গুরে একটা সময় শিল্পায়নের ঢক্কা নিনাদ বেজেছিল কিন্তু পরবর্তী সময় চলে যান টাটারা। তবে এবার হুগলির উত্তরপাড়ায় তৈরি হবে মেট্রো কার।
এলাহাবাদ মেট্রো রেল ফেজ-২। এটা বাস্তাবায়িত করছে জিএমআরসি। সব মিলিয়ে ১৩,৫০০ টাকার এই প্রকল্প। বর্তমানে এলাহাবাদে যে মেট্রো রয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ২৮.২ কিমি মেট্রো লাইন। দ্বিতীয় ধাপে নয়া প্রকল্প। খবর ইকোনমিক টাইমস সূত্রে।
এদিকে সুরাট মেট্রোর ফেজ ওয়ানের জন্য মেট্রো রেল তৈরির বরাত পেয়েছে টিটাগড়। তার জন্য মোট ৮৫০ কোটি টাকা খরচ করা হবে। গুজরাট মেট্রো রেল কর্পোরেশন এই কাজের বরাত দিয়েছে।
তবে এখানেই শেষ নয়, টিটাগড় রেল সিস্টেম দেশের একাধিক রাজ্যের মেট্রো রেল তৈরির বরাত পেয়েছে বলে খবর। এককথায় বাংলার রেল ওয়াগন কারখানায় এবার একেবারে কাজের জোয়ার। একের পর এক বিজেপি শাসিত রাজ্য এবার মেট্রো রেলের কামরার জন্য বাংলার টিটাগড়ের উপর নির্ভরশীল।