Bikes Under 1 lakh: এক্স-শোরুমে ১ লক্ষ টাকার কমেই ... more
Bikes Under 1 lakh: এক্স-শোরুমে ১ লক্ষ টাকার কমেই এই মোটরসাইকেলগুলি কিনতে পারবেন। ইএমআই-এর পথে হাঁটলে আরও সহজেই কেনা যাবে। ১ লক্ষ টাকার নিচেই পাবেন Hero, TVS, Honda, Bajaj-এর মতো ব্র্যান্ডের মোটরসাইকেল।
1/9পুজোর আগে অনেকেই মোটরবাইক কেনার পরিকল্পনা করেন। ১ লক্ষ টাকার নিচে ভারতে কোন বাইক পাবেন? সেই তালিকাই পাবেন এই প্রতিবেদনে। এক্স-শোরুমে ১ লক্ষ টাকার কমেই এই মোটরসাইকেলগুলি কিনতে পারবেন। ইএমআই-এর পথে হাঁটলে আরও সহজেই কেনা যাবে। ১ লক্ষ টাকার নিচেই পাবেন Hero, TVS, Honda, Bajaj-এর মতো ব্র্যান্ডের মোটরসাইকেল। ফাইল ছবি: টিভিএস (TVS)
2/9Hero HF Deluxe: একেবারে কম দামে কমিউটিংয়ের জন্য এই গাড়িটি আদর্শ। দাম ৫০,৯০০ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি: হিরো (TVS)
3/9Hero Splendor Plus: কম বাজেটের মোটরসাইকেল বলতেই সবার আগে স্প্লেন্ডর প্লাসের কথা মনে পড়ে। দাম ৭০,৬৫৮ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি: হিরো (TVS)
4/9Honda Shine: হন্ডার এই বাজেট মোটরসাইকেল দাম ৭৭,৩৭৮ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি: হন্ডা (TVS)
5/9Hero Passion Pro: ১১৩ সিসির এই মোটরসাইকেলে ৬৮ কিলোমিটারের মাইলেজ পাবেন। দাম ৭২,৬২০ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি: হিরো (TVS)
6/9Hero Super Splendor: ১২৪ সিসির মোটরসাইকেল এটি। দাম ৭৭,৫০০ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি: হিরো (TVS)
7/9TVS Raider: কম দামের মধ্যে একটু স্টাইলিশ মোটরসাইকেল চাইলে টিভিএস রেইডার নিতে পারেন। দাম ৮৫,১৭৩ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি : টিভিএস (TVS)
8/9Bajaj Pulsar 125 Neon: এটিও সস্তায় ভাল লুকসের একটি মোটরসাইকেল। তাছাড়া পালসারের মতো নির্ভরযোগ্য ব্র্যান্ডিংও আছে। দাম ৮১,৩৮৯ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ফাইল ছবি: বাজাজ (TVS)
9/9Honda SP 125: হন্ডার অন্যতম জনপ্রিয় বাজেট মোটরসাইকেল এটি। দাম ৮২,৪৮৬ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু। ছবি: হন্ডা (TVS)