WhatsApp-এ পাঠানো মেসেজ ডিলিট করতে গিয়ে অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। এবার তারই সমাধান আনলেন ডেভেলপাররা। তাঁরা বুঝতে পেরেছেন যে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে।
1/5ভেবেছিলেন 'Delete for Everyone' করবেন। কিন্তু ভুল করে 'Delete for me' করে দিলেন। WhatsApp-এ পাঠানো মেসেজ ডিলিট করতে গিয়ে অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
2/5এবার তারই সমাধান আনলেন ডেভেলপাররা। তাঁরা বুঝতে পেরেছেন যে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে। এর ফলে চাইলেও মেসেজ প্রেরক আর সেন্ড করা মেসেজ 'Delete for Everyone' করতে পারেন না। সেই সমাধান এবার করা হল। কীভাবে? ফাইল ছবি: রয়টার্স (Soumick/HT Bangla)
3/5এবার থেকে মেসেজ 'Delete for me' করে ফেললেও তাই সমস্যা নেই। ব্যবহারকারীদের আরও ৫ সেকেন্ডের অতিরিক্ত সময় দেওয়া হবে। ফাইল ছবি : মিন্ট (Soumick/HT Bangla)
4/5 তাই ভুল করে কোনও মেসেজ ডিলিট করে ফেললেও সেটি Undo করার একটি অপশন পাবেন। তবে তার জন্য ৫ সেকেন্ডই সময় পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Soumick/HT Bangla)
5/5এই সময়ের মধ্যে মেসেজ রিট্রাইভ করে নিতে পারবেন। এরপর সেটি 'Delete for Everyone' করতে পারবেন। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)