বাংলা নিউজ >
দেখতেই হবে >
সবুজ জুতোর ম্যাচিং চশমার 'নিওন লুক'-এ রণবীর, টাইগার প্রিন্ট পোশাকে দীপিকা!
Updated: 20 Feb 2022, 10:54 PM IST
লেখক Sritama Mitra
সদ্য মুক্তি পাওয়া তাঁর ছবি 'গেহরাইয়াঁ'র প্রমোশনে ব্যস্ত দীপিকা। সম্প্রতি তিনি মুম্বইতে তাঁর ছবির প্রচারে ব্র্যান্ড নিউ লুক-এ ধরা দেন। সুন্দরী দীপিকার পরনে এদিন ছিল টাইগার প্রিন্ট-এর পোশাক। তাঁর এই তাক লাগানো নয়া সাজ কেড়েছে ফ্ল্যাশ বাল্বের ঝলকানি! এদিকে, স্ত্রী দীপিকা যখন ফ্যাশন স্টেটমেন্টে মাত করছেন, তখন পিছিয়ে নেই তাঁর স্বামীও। রণবীর সিংকে কয়েকদিন আগেই বান্দ্রার একটি স্টুডিয়োতে দেখা গেল। সেখানে নিওন লুক-এ ধরা দেন তিনি। চেনা 'রঙীন' মেজাজে এদিন ধরা দেন রণবীর। তাঁর পরনে ছিল সবুজ নিওন রঙের জুতো, সঙ্গে একই রঙের ম্যাচিং চশমা। এছাড়াও সাদা টিশার্টের সঙ্গে ছিল লালপ্যান্ট, যে লাল রঙের সঙ্গে ম্যাচ করে টুপি পরতে দেখা যায় এই বলিউডস্টারকে।