দিল্লিতে ফের আপের জয়জয়কার। বিজেপির মরিয়া চেষ্টা সত... more
দিল্লিতে ফের আপের জয়জয়কার। বিজেপির মরিয়া চেষ্টা সত্ত্বেও তৃতীয় বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে গত বারের থেকে দশটি আসন কম পেতে পারে আপ। পরাজয়ের মুখে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তবে এতে আদৌ ভাটা পড়েনি আপ সমর্থকদের আনন্দে। জয় নিশ্চিত হওয়া মাত্রই শুরু হল উল্লাস। দেখে নিন-