বাংলা নিউজ >
দেখতেই হবে >
Alia-Ranbir: বিয়ের শাড়িতে জাতীয় পুরস্কার নিলেন আলিয়া, উচ্ছ্বাস রণবীরের! 'পুষ্পা' আল্লুকে জড়িয়ে ধরলেন গঙ্গুবাঈ
Updated: 18 Oct 2023, 11:33 PM IST
লেখক Priyanka Mukherjee
অগস্ট মাসেই ঘোষিত হয়েছিল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা। অবশেষে নবরাত্রির আবহে বিজয়ীদের হাতে উঠল সেরার শিরোপা। আলিয়া থেকে আল্লু, কৃতী থেকে মাধবনরা এদিন চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে উঠল ওয়াহিদা রহমানের হাতে।