বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'তৃণমূল আর কমিউনিস্ট পার্টি যদি একমঞ্চে থাকে, তাহলে তা কোন আদর্শে?' প্রশ্ন শাহের
Updated: 07 Aug 2023, 11:50 PM IST
Sritama Mitra
'কংগ্রেস,কমিউনিস্টরা এখানে ইলু-ইলু করছেন আর কেরলে একে অপরের বিরোধী'। এমনই একের পর এক মন্তব্যে এদিন রাজ্যসভায় ঝড় তোলেন অমিত শাহ। রাজ্যসভায় এদিন পেশ হয় দিল্লি পরিষেবা বিল। বহু চর্চিত এই বিল ঘিরে আপ ও বিজেপির মধ্যে সংঘাত ছিলই। আর সেই দিক থেকে এদিন আপের হাত ধরে INDIA জোটের সদস্যরাও বিলের বিরোধিতা করে রাজ্যসভায়। তখনই অমিত শাহ প্রশ্ন তোলেন এই জোট নিয়ে। প্রশ্ন তোলেন, কোন আদর্শে তৃণমূল কংগ্রেস ও কমিউনিস্টরা এক হয়েছেন, তা নিয়ে।