বাংলা নিউজ > দেখতেই হবে > 'আমার মেয়েকে বেশি লড়াই করতে হচ্ছে', স্টার কিড প্রসঙ্গে মত অনু মালিকের, একই মত রবিনা-সুনীলদের

'আমার মেয়েকে বেশি লড়াই করতে হচ্ছে', স্টার কিড প্রসঙ্গে মত অনু মালিকের, একই মত রবিনা-সুনীলদের

সম্প্রতি ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনু মালিক বলেন তাঁর থেকেও তাঁর মেয়েকে নাকি বেশি স্ট্রাগল করতে হচ্ছে। স্টার কিড হলেই তাঁদের জীবন সহজ হয় না। তাঁরা সহজে প্রতিষ্ঠিত হতে এই ধারণা ভুল। তব একা অনু নন, রবিনা, সুনীল শেট্টি সহ একাধিক তারকারা নানা সময় স্টার কিডদের হয়ে সওয়াল করেছেন।