Updated: 20 May 2022, 09:50 PM IST
লেখক Sritama Mitra
গোটা অসম জুড়ে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বিস্তীর্ণ এ... more
গোটা অসম জুড়ে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা। বন্যায় বিধ্বস্ত হাজার হাজার মানুষ। কয়েক হাজার হেক্টর চাষের জমি সেখানে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তদের উদ্ধারের ছবির মাঝেই উঠে এল হাড়হিম করা ছবি। এই দৃশ্য অসমের ডিমা হাসাও এলাকার হাফলং রেলস্টেশনের। সেখানে বন্যার জল দাঁড়িয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। চেনা যাচ্ছে না কোনটা রেল ট্র্যাক আর কোনটা প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই সেখানে বৃষ্টির জেরে ধস নেমেছে বহু জায়গায়। বিচ্ছিন্ন হয়েছে রেল যোগাযোগ। তার মধ্যেই উঠে এসেছে এই দৃশ্য।