Madan Mitra theme in Durga Puja 2023: দুর্গাপুজোর থিম স্বয়ং মদন মিত্র! মায়ের পায়ের কাছে থাকবে তাঁর মূর্তিও- ভিডিয়ো
Updated: 08 Sep 2023, 01:14 PM ISTদুর্গাপুজোর থিম নাকি মদন মিত্র! এমনই ঘটনা ঘটল হাওড়ার লিলুয়ায়। লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইউথ পুজো কমিটির এবারের থিম ‘ওহ লাভলি! মদন মিত্র।’ মদনকে কেন্দ্র করে পুজোর মণ্ডপ সজ্জা করা হচ্ছে। যে থিমে মদন মিত্র একজন জমিদার। তিনি বাড়িতে দুর্গাপুজো করছেন। মায়ের মূর্তির পায়ের কাছে থাকছে মদন মিত্রের মূর্তি। বৃহস্পতিবার খুঁটিপুজোর সিংহাসনে বসে স্বয়ং মদন এই থিমের কথা ঘোষণা করেন।