বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ >
Howrah-Patna Vande Bharat Express: শুরুতেই ১৩০ কিমি ছুঁয়ে ফেলল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস! কোন অংশে উঠল গতির ঝড়?
Updated: 24 Sep 2023, 11:00 PM IST
লেখক Ayan Das
উদ্বোধনের দিনেই ১৩০ কিমি ছুঁয়ে ফেলল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পাটনা থেকে হাওড়ায় ফেরার সময় ঘণ্টায় ১৩০ কিমি ছুঁয়ে ফেলে বন্দে ভারতের গতির কাঁটা। রবিবার পাটনা-হাওড়া বন্দে ভারত-সহ দেশে মোট ৯টি বন্দে ভারতের যাত্রা শুরু হয়। ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাটনা থেকে হাওড়ায় আসার পথে বিভিন্ন স্টেশনে বন্দে ভারতকে স্বাগত জানানো হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয়-