দেশের রক্ষা করতে গিয়ে শহিদ বাংলার জওয়ান, চোখের জলে শেষ বিদায় বিজনবাড়ির Updated: 07 May 2023, 08:29 PM IST লেখক Ayan Das শেষকৃত্য সম্পন্ন হল রাজৌরিতে জঙ্গি হামলায় মৃত জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর। রবিবার দার্জিলিংয়ের বিজনবাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বীর জওয়ানকে শেষ সম্মান জানাতে প্রচুর মানুষ হাজির ছিলেন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -